Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যাট হাতে বিরাট, প্রথম বলই বাউন্সার মারলেন অনুষ্কা, দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Sunday, May 17, 2020 9:44 AM

লকডাউনে গৃহ বন্দি ক্রিকেট থেকে সিনেমার জগতের তারকা সকলেই। গৃহবন্দি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাও। এই লকডাউনে একে অপরের সাথে মূল্যবান সময় অতিবাহিত করছেন তারা। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ক্রিকেট খেলছেন বিরাট কোহলি এবং তাকে বল করছেন স্ত্রী অনুষ্কা শর্মা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট এবং অনুষ্কা তাদের মুম্বাইয়ের ফ্ল্যাটের নীচে একসাথে ক্রিকেট খেলছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে অনুষ্কা ব্যাট করছেন, বিরাট বল করছেন। কিছু সময় পর প্যাড, গ্লাভস পরে বিরাট আসলেন ব্যাটে এবং অনুষ্কা গেলেন বল করতে। অনুষ্কার প্রথম বলটাই বাউন্সার। বাউন্সার দিয়ে স্বাগত জানালেন ভারতীয় অধিনায়ককে। বাউন্সারের পরের বলটা অফস্টাম্পের অনেকটাই বাইরে করলেন অনুষ্কা, বিরাট সেটা ছেড়ে দিলেন।

 

View this post on Instagram

 

Some cricket practice ❤️? #LockdownLife #ViratKohli #anushkasharma #mumbai #Weekend #manavmanglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

এই ভিডিও ছাড়াও বিরাট নিজেই আজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিরাটকে অনুষ্কার সদ্য মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ পাতাললোক দেখতে। পাতাললোক দেখে বিরাট লিখেছেন, “সদ্য পাতাললোক দেখা শেষ করলাম। কাহিনি, সংলাপ ও অভিনয় দুর্দান্ত, সব মিলিয়ে জমজমাট একটি ওয়েব সিরিজ।”