খেলা

ইন্ডিয়ান নেভিকে গোলের মালা উপহার মহামেডানের!

Advertisement

সুরজিৎ দাস : ডুরান্ডে বড়ো জয় মহামেডানের এদিন ইন্ডিয়ান নেভিকে ৬-২ গোলে উড়িয়ে দিলো সাদা কালো ব্রিগেড। প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে আটকে গেলেও এদিনের জয়ে ডুরান্ডের নক আউটের যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো মহামেডান। এদিন শুরু থেকে একটু অগোছালো ফুটবল চললো কোনো দলই ভালো ফুটবল উপহার দিতে পারে নি প্রথমার্ধ জুড়ে যার প্রমাণ পাওয়া যায় দ্বিতীয়ার্ধ এ কারণ এদিন ৮ টি গোল হলো দ্বিতীয়ার্ধ এর ৪৫ মিনিটে যাকে কিন্তু ভারতীয় ফুটবলের এক অনন্য রেকর্ড বলা যায়।

এদিন ভারতীয় নেভির দল কে কার্যত একাই শেষ করে সাদা কালোর আইভোরি কোস্টের স্ট্রাইকার আরথুর খূয়োসি তিনি একাইকাই করলেন পাঁচ গোল মোহামেডান এর হয়ে অপর গোলটি করেন মুসা মুদ্দে। অপরদিকে নেভির হয়ে কিছুটা ব্যবধান কমান মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ব্রিটো পিএম। এদিনের জয়ের ফলে মহামেডান ২ ম্যাচে ৩ পয়েন্টে দাঁড়ালো গোলপার্থক্য ২ গ্রুপ শীর্ষে আছে মোহনবাগান ২ ম্যাচে ৬ পয়েন্ট গোলপার্থক্য ৩। তাই কিছুটা হলেও সেমিতে যাওয়ার আশা জিইয়ে রাখলো সাদা কালো ব্রিগেড এদিনের জয়ের ফলে বাড়তি অক্সিজেন পেলেন মহামেডান কোচ সুব্রত ভট্টাচার্য।

Related Articles

Back to top button