এয়ারটেল ব্যবহারকারীদের জন্য একটি নতুন অফার নিয়ে হাজির হল Bharati Airtel এবং PepsiCo। এই নতুন অফারে আপনারা LAY’S, KURKURE, UNCLE CHIPS এবং DORITOS এর প্যাকেট কিনলে ২ জিবি অব্দি বিনামূল্যে ডেটা পেয়ে যাবেন। এয়ারটেল প্রিপেড গ্রাহকদের জন্য এই নতুন অফার নিয়ে আসা হয়েছে এবং আপনারা ৩ বার এই অফার ব্যবহার করতে পারবেন।
এই অফারে যদি আপনি ১০ টাকার কোন প্যাক কিনেন তাহলে পাবেন ১ জিবি ডাটা। এবং ২০ টাকার কোন প্যাক কিনলে পেয়ে যাবেন ২ জিবি ডেটা। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইন্টারনেটের ব্যবহার বহুগুণে বেড়ে গিয়েছে। এই বৃদ্ধি পাওয়া ইন্টারনেটে চাহিদাকে কিছুটা হলেও সামাল দেবার জন্য এই নতুন অফার নিয়ে হাজির হয়েছে এয়ারটেল।
আপনি নিজের এয়ারটেল প্রিপেড নম্বরে এই 4G ডাটা ভাউচার রিডিম করতে পারবেন। আপনার প্যাকেট এর গায়ে এই ডেটা ভাউচারের কোড থাকবে। আপনি নিজের এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন খুলে, সেখানে এই কোড ইন্টার করবেন কুপন সেকশনে গিয়ে। এরপর আপনার এয়ারটেল নম্বরে এই ডেটা রিচার্জ হয়ে যাবে। এই অফার আগামী ৩১ জানুয়ারি অব্দি ভ্যালিড আছে। তবে একবার রিডিম করা হয়ে গেলে, এডেটা সর্বাধিক ৩ দিনের জন্য চলবে।
ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল ডাটা প্ল্যান এর দাম বৃদ্ধি হওয়ার ঘোষণা করার পরেই এই নতুন অফার নিয়ে হাজির হয়েছে এয়ারটেল। এই নতুন অফারে এয়ারটেল ব্যবহারকারীরা সর্বমোট ৬ জিবি ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তার জন্য তাদেরকে কিনতে হবে শুধুমাত্র ৩ প্যাকেট চিপস। এর ফলে বর্তমানে নেট পাড়ায় এই অফারটির বিষয়ে জোর চর্চা চলছে।