Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাদক কান্ডে আটক হলেন সৌভিক চক্রবর্তীর বন্ধু করমজিৎ

Updated :  Saturday, September 12, 2020 5:49 PM

সুশান্ত মৃত্যু কেসে মাদক মামলা চরম সীমায় পৌঁছেছে। একাধিক ড্রাগ পাচারকারীকে এনসিবি গ্রেফতার করেছে, এমনকি এনসিবি-র টানা তিনদিনের ম্যারাথন জেরায় হার মেনেছে রিয়া স্বয়ং। স্বীকার করেছেন নিজের দোষ। পাশাপাশি ২৫ জন সেলিব্রিটির নাম প্রকাশ করেছেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। ওই ২৫ জনের মধ্যে থেকে ৫ জনের নাম প্রকাশে এসেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নবাব কন্যা সারা আলি খান। এছাড়াও, এনসিবি আটক করল সৌভিকের ছেলে বেলার বন্ধু করমজিৎ-কে। উল্লেখ্য, সৌভিকের ও রিয়ার সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে এনসিবি। এরপরেই উঠে আসে একের পর এক নাম ও তথ্য। যার মধ্যে থেকেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলেছে করমজিতের হদিশ। খুব শীঘ্রই করমজিতকে জেরা করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সৌভিকের পাশাপাশি রিয়া ও সিমন খাম্বাট্টার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশে আসে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসা রিয়া ও সিমনের হোয়াটসঅ্যাপ চ্যাটটি প্রকাশ্যে আসে। চ্যাটটি ছিল গত ১৬ মার্চ, ২০২০। এখানে রিয়া সিমনকে জিজ্ঞাসা করেন, ”চিম তুমি কি ফিরেছ? ” সিমন রিয়াকে জানান, ” হ্যাঁ”। এর পরে রিয়া সিমনের কাছ থেকে কোনও অডিও ফাইল চেয়ে পাঠান। তবে সেটা কী জানা যায় নি। রিয়া বলে বলেন ”ডুড ভূবনেশ্বর ইজ সিন”। যদিও রিয়া এটার মাধ্যমে কী বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। সিমন জিজ্ঞাসা করেন, ”তুমি কি ভূবনেশ্বরে”? রিয়া বলেন, ”হ্যাঁ”। রিয়া বলেন, ”এখানে সেরা গাঁজা পাওয়া যায়।”

মাদক কান্ডে আটক হলেন সৌভিক চক্রবর্তীর বন্ধু করমজিৎ

বিশেষ ভাবে উল্লেখ্য, রিয়া চক্রবর্তী এনসিবি-র জেরায় দাবি করেছেন, “সারা, রকুল প্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্য়েই একসঙ্গে বসে মাদকসেবন করতাম।”