এলো চুল, খোলা পিঠ, কালো রঙের ট্রান্সপারেন্ট শাড়িতে অভিনেত্রী মধুমিতা, ভাইরাল ছবি

কুসুম দোলা সিরিয়ালের ইমন-কে মনে আছে? ওখানে ইমন একদম সাধারন বাড়ির বউ ছিল। কিন্তু আজকের ইমন-কে দেখলে আপনি চোখ ফেরাতেই পারবেন না। দিন দিন তাঁর হটনেস বাড়ছে। এই লকডাউনেও সমানে…

Avatar

কুসুম দোলা সিরিয়ালের ইমন-কে মনে আছে? ওখানে ইমন একদম সাধারন বাড়ির বউ ছিল। কিন্তু আজকের ইমন-কে দেখলে আপনি চোখ ফেরাতেই পারবেন না। দিন দিন তাঁর হটনেস বাড়ছে। এই লকডাউনেও সমানে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে গেছেন। বিভিন্ন লুক-এ ধরা দিয়েছেন টক মিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

এলো চুল, খোলা পিঠ, বুক চেরা স্লিভলেস ব্লাউজ আর কালো শিফন শাড়ি সবমিলিয়ে মধুমিতা তাঁর উষ্ণতার পারদ বাড়িয়েই চলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

কালো রঙের ট্রান্সপারেন্ট শাড়িতে টেলি অভিনেত্রী মধুমিতা একদম লাস্যময়ী। উল্লেখ্য, ‘সবিনয় নিবেদন’ টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার জীবন। তারপর বিয়ে হয় সৌরভ চক্রবর্তীর সঙ্গে। শেষে সেই বিয়েও ভেঙে যায়। বর্তমানে অভিনেত্রী একদম সিঙ্গেল।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

উল্লেখ্য, কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় মহালয়ার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সীতার চরিত্রে অভিনয় করেন মধুমিতা সরকার।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on