দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

"ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই...আমার চোখের ভাষা যায় হারিয়ে......" এই গানটাই মনে হয় গাইছে একরত্তি ইউভান। এক এক দিন এক এক জনের সঙ্গে পরিচয় করে নিচ্ছে ইউভান। কখনো…

Avatar

“ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই…আমার চোখের ভাষা যায় হারিয়ে……” এই গানটাই মনে হয় গাইছে একরত্তি ইউভান।

দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

এক এক দিন এক এক জনের সঙ্গে পরিচয় করে নিচ্ছে ইউভান। কখনো বাবার সঙ্গে খুনসুটি তো কখনো মায়ের কোলে চেপে আদর। এবারে কোল পরিবর্তন করে ভাইরাল হয়ে যায় ইউভান। দিদার কোলে চেপে গোল গোল চোখে দিদার সঙ্গে আলাপ করে নিচ্ছে একরত্তি ছেলে।

দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

মা শুভশ্রী তো থেকে থেকেই ছেলেকে কোলে নিয়ে মাথায় পায়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে।

দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

মাঝে মধ্যে মাসির কোলে শুয়েও অনেক আদর খেয়েছে পুঁচকে ইউভান। জন্মের পর ইউভানকে নিয়ে সোশ্যালে খোলা চিঠি লেখেন শুভশ্রীর দিদি দেবশ্রী।

দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

কিন্তু সবাইকে ছাপিয়ে পরিচালক রাজ চক্রবর্তী একদম আলাদা মুডে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়। কখনো ছেলেকে গল্প বলছেন, তো কখনো কলকাতা চেনাচ্ছেন, তো কখনো সক্কাল সক্কাল খেলাতে মেতেছেন।

দিদার কোলে চেপে আদর খাচ্ছে পুঁচকে ইউভান, আলাদা মুডে দেখা গেল রাজ পুত্রকে

তাহলে কি বাবার আদর সব থেকে এগিয়ে? কি ভাবছে ছোট্ট ইউভান?