সুশান্তের মৃত্যু খুন নয়, আত্মহত্যা! কঙ্গনাকে পুরস্কার ফিরিয়ে দেওয়ার দাবী স্বরা ভাস্করের

কঙ্গনার ট্যুইট - স্বরা ভাস্করের ট্যুইট - Hey! Now thay both CBI and AIIMS have concluded that #SushantSinghRajput tragically died by suicide... weren’t some people going to return their government…

Avatar

কঙ্গনার ট্যুইট –

স্বরা ভাস্করের ট্যুইট –

একজন বলেছিলেন নিজের পুরস্কার ফেরত দিয়ে দেবেন। অন্যজন সেই কথার তামাশা ওড়ালেন। এই ঘটনার মূল বিষয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কেস। কঙ্গনার দাবী এটা আত্মহত্যা নয়। এটা খুন। অন্যদিকে মুম্বাই পুলিশের দাবী এটা আত্মহত্যা। পরবর্তীতে AIIMS-এর ডাক্তার সুধীর গুপ্ত জানান সুশান্ত আত্মহত্যাই করেছেন। এরপরেই স্বরা বলেন, দুর্ভাগ্যবশত আত্মহত্যার জেরে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। তাহলে এবার কিছু মানুষ তাঁদের পুরস্কার ফিরিয়ে দেবেন তো!

যখন সুশান্তের মৃত্যু নিয়ে সারা দেশ উত্তাল, সেই সময় বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত স্পষ্ট করে বলেন, যদি একটি মিথ্যে অভিযোগ করেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তিনি নিজের পুরস্কার ফেরত দিয়ে দেবেন।

এদিকে গতকাল অর্থাৎ ৭ তারিখ ১ লক্ষ টাকা বন্ডে জামিন পান সুশান্তের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী। একদিকে সুশান্তের আত্মহত্যার রিপোর্ট অন্যদিকে রিয়ার জামিন সব মিলিয়ে রিয়ার আইনজীবী জানান ‘সত্যমেব জয়তে’।