Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব’, ট্যুইটে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

Updated :  Thursday, October 22, 2020 9:47 PM

‘ইরোজ নাউ’ একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নবরাত্রি উপলক্ষে কিছু ট্যুইট করে Eros Now। যেগুলি চলুন আগে এক এক করে দেখে নিই।

'সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব', ট্যুইটে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

চলুন আরেকবার দেখে নিই বলিউডের ভাইজান সালমান খানের ছবি ঘিরে ইরোজ নাউ এর পোস্ট।

'সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব', ট্যুইটে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

নবরাত্রীর শুভেচ্ছা জানিয়ে প্রযোজনা সংস্থা ‘ইরোজ নাউ’-এর ওয়েব প্ল্যাটফর্মের তরফে একটি টুইট করা হয়। এখানে ছবির সঙ্গে বেশ কিছু অশ্লীল মন্তব্য করা হয়, যেগুলি ছবির পাশেই ব্যবহৃত হয়েছে। চলুন দেখি রণবীর সিং এর ছবি।

'সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব', ট্যুইটে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

নবরাত্রি ঘিরে এমন অশালীন ট্যুইটের বিরুদ্ধে গর্জে ওঠে নেটিজেনরা। নেটদুনিয়ার অনেকেই ‘ইরোজ নাও’-কে বয়কটের ডাক দেন। এরই মাঝে এই সংস্থাকে এবার একহাত নিলেন কুইন কঙ্গনা রানাউত। এদিন তিনি নিজে ট্যুইট করে প্রতিবাদ জানিয়ে বলেন, “সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব।” এমনকি তিনি এও লেখেন, “আমাদের সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস বাঁচিয়ে রাখতে হবে। একটা বড় অংশের দর্শক টানতে কিছু অশালীন বিষয়বস্তু বেছে নেওয়া হচ্ছে। শিল্পের ডিজিটালাইজেশন সঙ্কটের মুখে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাবে পরিণত হয়েছে। লজ্জা, ইরোজ নাও”।