Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৪৮ বছর বয়সে ফের মা হলেন এই অভিনেত্রী, মেয়ের নাম রাখলেন ‘তারা’

Updated :  Tuesday, October 27, 2020 2:19 PM

বয়স ৫০ ছুঁই ছুঁই, আর এরই মাঝে মা হলেন মন্দিরা। বর্তমানে তাঁর একটি ৮ বছরের পুত্র সন্তান রয়েছে। ছেলের নাম রেখেছিলেন মন্দিরা বীর। এরপর চাইলেন মেয়ে। কন্যা সন্তান ছাড়া জীবন যে অপূর্ণ তা মন্দিরা আর রাজ কৌশল জানান দিয়েছেন। তাইতো পুজোর মুখেই কন্যা সন্তানের জন্ম দিলেন এই সেলেব দম্পতি। মেয়ের নাম রেখেছেন ‘তারা’।

৪৮ বছর বয়সে ফের মা হলেন এই অভিনেত্রী, মেয়ের নাম রাখলেন 'তারা'

সাদা পোশাকে ঝকঝক করছে বেদি ফ্যামিলি। নতুন সদস্যের আগমণে দারুণ খুশি নায়িকা-সঞ্চালিকা মন্দিরা। তারার আগমণের সুসংবাদ সকলের সঙ্গে শেয়ার করেছেন মন্দিরা। এদিন মন্দিরা জানান যে তাঁর বীরের একজন বোন চাই, আর তাই স্বামীর সঙ্গে একত্র হয়ে একটি ফুটফুটে কন্যা সন্তান দত্তক নিলেন তিনি। বায়োলজিক্যালি সন্তানের জন্ম দেননি মন্দিরা তা হয়তো আপনারা বুঝে গেছেন, কিন্তু কন্যা সন্তান দত্তক নেওয়া মুখের কথা নয়। শুধু মন্দিরা নন, কিছু মাস আগে শিল্পা ও রাজ কুন্দ্রা একটি কন্যা সন্তানের পিতা মাতা হন।

 

View this post on Instagram

 

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

চিরউজ্জ্বল, চিরযৌবনা মন্দিরা বরাবর কন্যা সন্তানের মা হতে চেয়েছিলেন। তাই বয়স ৪৮ এ এসে মনের সেই সাধ পূরণ করলেন অভিনেত্রী।