Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথমবার ‘মা’ হলেন ‘ইশক ভিশক’ এর নায়িকা অমৃতা রাও

রিল নয় রিয়েল লাইফে নতুন ভুমিকায় রোল প্লে করতে চলেছেন 'ইশক ভিশক' এর নায়িকা অমৃতা রাও। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অমৃতা। সিনেমা থেকে বহু ক্রোশ দুরেই…

Avatar

রিল নয় রিয়েল লাইফে নতুন ভুমিকায় রোল প্লে করতে চলেছেন ‘ইশক ভিশক’ এর নায়িকা অমৃতা রাও। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অমৃতা। সিনেমা থেকে বহু ক্রোশ দুরেই হাঁটছিলেন অমৃতা এমনকি ব্যক্তিগত জীবনের কথা সচরাচর প্রকাশ্যে আনতেন না অভিনেত্রী। অমৃতাকে প্রথম দেখা যায় একটি ডক্টরের চেম্বারের সামনে, তাও পাপরাজিতদের ক্যামেরার লেন্সে। এরপরেই প্রকাশে আসে অমৃতার প্রেগ্ন্যান্সির খবর। শেষে অভিনেত্রী নিজেও তাঁর ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন। এমনকি ৯ মাসের অন্তঃসত্বা থাকাকালীন একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। এই পোস্টের ক্যাপশনে অমৃতা লেখেন, “নবরাত্রি এবং ন’মাস। নবরাত্রি সময়ে আমার সন্তানের বয়স ৯ মাস এটা ভাবতেই ভালো লাগছে আমার । এই ৯ দিন মা দুর্গাকে পুজো নিবেদন করা হয়। দেবী দুর্গার ৯ অবতারের পুজো হয়। আমিও এক নতুন অবতারে নিজেকে দেখতে পাচ্ছি। আমার মাতৃ অবতার। পৃথিবীর সব থেকে বড় শক্তি আমার মধ্যে বড় হচ্ছে। মা দুর্গা সব মা ও সন্তানদের মঙ্গল করুন। ভালো রাখুন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন অমৃতা। ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন অমৃতা রাও। বিবাহ-র জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান অমৃতা। এরপর ২০১৬ সালে আরজে আনমলকে বিয়ে করেন অমৃতা। বিয়ের পর অমৃতাকে সেভাবে আর সিনেমা জগতে দেখা যায় নি। চুটিয়ে সংসার করেছেন অভিনেত্রী। এবার শুরু নতুন ইনিংসের। বর্তমানে অমৃতা ও তাঁর পুত্র সন্তান সুস্থ আছেন।

About Author