সরকারি বাংলোয় পর্ন ভিডিয়ো শ্যুট, বিপাকে পুনম পান্ডে

পুনম পান্ডে মানেই বিতর্ক, কেচ্ছা-কেলেঙ্কারি। কিভাবে অন্যদের মনোযোগ কেড়ে নেওয়া যায় সেই ব্যপারে সিদ্ধহস্ত পুনম। কিছুদিন আগেই স্বামীর বিরুদ্ধে এফ আই আর দ্বায়ের করেন বিতর্কিত পুনম। এবারে কানাকোনা পুলিশ স্টেশনে…

Avatar

পুনম পান্ডে মানেই বিতর্ক, কেচ্ছা-কেলেঙ্কারি। কিভাবে অন্যদের মনোযোগ কেড়ে নেওয়া যায় সেই ব্যপারে সিদ্ধহস্ত পুনম। কিছুদিন আগেই স্বামীর বিরুদ্ধে এফ আই আর দ্বায়ের করেন বিতর্কিত পুনম। এবারে কানাকোনা পুলিশ স্টেশনে এফআইআর দায়ে করা হয়েছে স্বয়ং পুনমের নামে। পুনমের বিরুদ্ধে পর্ন ভিডিয়ো শ্যুট করার অভিযোগ তুলে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখা এফআইআর দায়ের করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

একটা সময় পুনম তাঁর স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। শ্লীলতাহানি করা হয় তাঁকে, এমনকি হোটেলের ঘরে তাঁকে বেধড়ক মারধর করেছেন স্বামী। এই মর্মেই অভিযোগ করেছিলেন পুনম। এবারে নিজেই বিপাকে পড়লেন। সূত্রের খবর, পুনম ছাপোলি দামে অশ্লীল ভিডিয়ো শ্যুট করেছেন বলে অভিযোগ।

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on