মায়ের মন্দিরে ভর ওঠার একটা ট্যাবু আছে আমাদের সমাজে। লোকজন বলে মা কারোর উপর ভর করলে সেই মানুষ অদ্ভুত আচরণ করেন এবং সেই সময় তিনি নাকি যা বলেন তাই সত্য হয়ে যায়। গ্রামের দিকে এইরকম আশ্চর্যজনক ঘটনা মাঝে মধ্যেই ঘটে। অর্থাৎ ভর ওঠা ব্যাপারটি বিরল নয়।
সম্প্রতি মন্দিরে ঠাকুর দেখতে এসে মা কালী-র ভরে এক মহিলা জিভ বার করে তান্ডব শুরু করে দেয়। এক লাফে মায়ের সামনে চলে যান ওই মহিলা। তারপরেই শুরু করে দেন ভয়ঙ্কর এক নাচ, যা দেখলে আপনিও শিউড়ে উঠবেন। ভয়ে আপনার গায়ে কাঁটা দেবে। দেখুন সেই ভাইরাল ভিডিও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই অনেকেই মন্তব্য করেন যে গোটা ঘটনাটি সাজানো। তবে মতামত সবার নিজস্ব কিন্তু ভিডিওটি আপনার মধ্যে ভয়ের সঞ্চার করবেই।