Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তাপসী পান্নুর মুখে বিকিনি উড়ে এসে পড়ছে, ঝড় উঠেছে মলদ্বীপে

লকডাউনের মধ্যেই বলিউড অভিনেত্রী মলদ্বীপ ট্রিপে গিয়েছিলেন বয়ফ্রেন্ডের সঙ্গে। সেখানে গিয়েই আজব কান্ড করলেন নায়িকা। সাহসী ও বোল্ড চরিত্রে বার বার অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ফেমিনিস্ট বললে খুব একটা…

Avatar

লকডাউনের মধ্যেই বলিউড অভিনেত্রী মলদ্বীপ ট্রিপে গিয়েছিলেন বয়ফ্রেন্ডের সঙ্গে। সেখানে গিয়েই আজব কান্ড করলেন নায়িকা। সাহসী ও বোল্ড চরিত্রে বার বার অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ফেমিনিস্ট বললে খুব একটা ভুল হবে না, কিন্তু তিনি যে বড্ড বেশি সাহসী রিয়েল লাইফেও তা তাঁর মলদ্বীপ ট্রিপ দেখলেই বোঝা যায়। মেথিয়াস বো ও নিজের বোনেদের সঙ্গে সম্প্রতি মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই এক অদ্ভুত ভিডিও শ্যুট করলেন তিনি। নাম দিয়েছেন’বিগিনি শ্যুট’। সেই ভিডিওতে তাপসীর মুখে ছুঁড়ে মারা হচ্ছে বিকিনি এবং অর্ন্তবাস। পাশাপাশি সকলে তুমুল নাচ করছে। দেখুন ভিডিও …………………।।

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাপসী পান্নু অন্যের বিরুদ্ধে কথা বললেও, নিজের প্রেম নিয়ে স্পিকটি নট। কিন্তু তাঁর তৈরি ‘বিগিনি শ্যুট’সব প্ল্যান ভেস্তে দিল। নেটিজেনরা বুঝেই গেছে বলিউড অভিনেত্রী বিদেশীর প্রেমে মজেছেন। শুধু বিদেশী বললে ভুল হবে তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ারও। যাইহোক, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

 

View this post on Instagram

 

Holiday got me like…. thank u for having us @tajmaldives ur place is next level s…???

A post shared by Mathias Boe (@mathias.boe) on

About Author