Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বজরংবলীর পুজো করছেন স্বয়ং হনুমান, দেখুন হনুমান মন্দিরের বিরল ভিডিও

অনেকেই মঙ্গল বার করে বজরংবলীর পুজো দেন, নিরামিষ আহার করেন ও লাড্ডু সহযোগে হনুমানজির আরাধনা করেন। এমনই এক মঙ্গলবার এক পুরোহিত বজরংবলীর আরাধনার জন্য তৈরি হচ্ছেন, ঠিক সেই সময় এক…

Avatar

অনেকেই মঙ্গল বার করে বজরংবলীর পুজো দেন, নিরামিষ আহার করেন ও লাড্ডু সহযোগে হনুমানজির আরাধনা করেন। এমনই এক মঙ্গলবার এক পুরোহিত বজরংবলীর আরাধনার জন্য তৈরি হচ্ছেন, ঠিক সেই সময় এক হনুমান এসে মন্দিরে উপস্থিত হয়। প্রথমেই সে লাফ দিয়ে পুরোহিতের মাথায় ওঠে তারপর লাফ দিয়ে নীচে নেমে মূর্তির সামনে ঘাড় নুইয়ে বসে। পুরোহিত কেমন করে পুজো করছেন তা লক্ষ্য করছেন স্বয়ং হনুমান নিজেই। কখনো আবার পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে নিচ্ছেন তো কখনো মূর্তির সামনে মাথা মাটিতে ঠেকিয়ে প্রনাম করছেন। দেখুন এই বিরল ভিডিও………………………

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভক্তি যে শুধু মানুষের মধ্যে থাকে তা নয়, পশুদের মধ্যেও ভক্তি ভালবাসা থাকে পূর্ণরূপে। এই জীবন্ত হনুমানের ভক্তি দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। পশুদের মধ্যে যে প্রভু ভক্তি থাকে তা আমাদের সকলেরই জানা, তাই এই ঘটনা বিরল হলেও সকলের মনে দাগ কেটেছে।

About Author