Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চলন্ত ট্রেন থেকে নীচে নামার সময় পিছলে যায় যাত্রীর পা, দেখুন ভাইরাল ভিডিও

ট্রেন ছেড়ে দিয়েছে, সমস্ত যাত্রী নেমে গেছে নিজ গন্তব্যে, কিন্তু এক যাত্রী সঠিক সময়ে নীচে নামতে পারেননি। তাঁর গন্তব্য স্টেশন চলে যাচ্ছিল বলে হুরমুরিয়ে যেই না নামতে গেছে ওমনি তাঁর…

Avatar

ট্রেন ছেড়ে দিয়েছে, সমস্ত যাত্রী নেমে গেছে নিজ গন্তব্যে, কিন্তু এক যাত্রী সঠিক সময়ে নীচে নামতে পারেননি। তাঁর গন্তব্য স্টেশন চলে যাচ্ছিল বলে হুরমুরিয়ে যেই না নামতে গেছে ওমনি তাঁর পা প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যায়। এদিকে ট্রেন সবে মাত্র প্ল্যাটফর্ম ছাড়বে ছাড়বে করছে ঠিক তখনই একজন রেলওয়ে পুলিশ উপস্থিত হয় দেবদূতের মত। ওই পুলিশের সতর্কতার জন্যই সেদিন প্রাণে বাঁচেন তিনি। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন সেই লোক। একটুও দেরি না করে ওই পুলিশ অফিসার সোজা ছুটে যান যাত্রীকে বাঁচাতে। টেনে তুলে ধরেন ওই লোকটিকে তারপর ট্রেনের মধ্যেই গায়ের জোরে ভিতরে ঠেলে দেন। অল্পের জন্য রক্ষা পায় ওই যাত্রী সেদিন। দেখুন ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটি ভীষণ ভাবে ভাইরাল হয়। এইরকম ঘটনা হামেশাই হয় কোন না কোন স্টেশনে। অনেক যাত্রী ওঠার সময় পড়ে যান তো কেউ নামার সময় পড়ে যান। দিনদিন যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে করে এমন ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। ভাগ্যিস সেদিন একজন কর্মরত পুলিশ অফিসার উপস্থিত ছিলেন যার তৎপরতায় ওই যাত্রীর প্রাণ বাঁচে।

About Author