Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কর্ণের পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে পড়ে রাধিকা, ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল

Updated :  Friday, November 13, 2020 10:38 AM

‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে এল এক রোম্যান্টিক মোড়। লক্ষ্মীপুজোর দিনে কর্ণ-এর পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে পড়ে রাধিকা। কর্ণ তাকে বলে ‘নক’ করে ঘরে ঢুকতে। কিন্তু রাধিকা বলে, সে নিজের ঘরে কেন ‘নক’ করে ঢুকবে। এরপর রাধিকাকে কর্ণ বলে তাকে পাঞ্জাবি পরতে সাহায্য করতে। রাধিকা মজা করে বলেছে, পতির আদেশ পালন পত্নীর ধর্ম। একবিংশ শতকেও এই ধরনের চিত্রনাট্যের কারণে নেটিজেনরা রীতিমত কটাক্ষ করা শুরু করেছেন।

এই সিরিয়ালে তথাকথিত যে ‘খুনসুটি’র কথা বলা হয়েছে, নেটিজেনদের মতে, তা লেশমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। কর্ণ ও রাধিকার বাড়িতে পুজোর জিনিসপত্রের চেহারা নিয়েও ট্রোল করেছেন নেটিজেনরা। তাঁরা বলেছেন, লক্ষ্মীপুজোর জন্য ব্যবহার করা ধুনুচি দেখে মনে হচ্ছে না করণদের পরিবার ধনী।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ শুরু হয়েছিল রাধিকার ফ্যাশন ডিজাইনার হওয়ার গল্প নিয়ে। কিন্তু এখন তা এসে দাঁড়িয়েছে পারিবারিক অশান্তির গল্পে। এই কারণে এই সিরিয়ালের টিআরপি ক্রমশ কমছে। এই সিরিয়ালে রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত এবং তাঁর স্বামী কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা।