Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উইন্টার কালেকশন দেখাতে গিয়ে নগ্ন হলেন সালমান, ফের ট্রোলের শিকার ভাইজান

Updated :  Wednesday, November 18, 2020 2:13 PM

তিনি সুপুরুষ, সুদর্শন, খালি গায়ে অন ক্যামেরা হওয়া তাঁর কাছে সিমপ্লি জল ভাত। সিনেমার প্রয়োজনে কখনো কোন নায়িকার ঠোঁট স্পর্শ না করলেও নিজ ক্যারিশামায় বহুবার শার্ট লেস হয়েছেন তিনি। ফিচার ইমেজ দেখে বুঝেই গেছেন তিনি আর কেউ নন বলিউডের মোস্ট ওয়ান্টেড হ্যান্ডসাম সালমান খান।

উইন্টার কালেকশন দেখাতে গিয়ে নগ্ন হলেন সালমান, ফের ট্রোলের শিকার ভাইজান

কখনো খালি গায়ে জিমে শরীরচর্চা করছেন তো কখনো মাঠে দৌড়চ্ছেন। বডি শো অফ করা তাঁর এক চিরাচরিত প্যাশন।

উইন্টার কালেকশন দেখাতে গিয়ে নগ্ন হলেন সালমান, ফের ট্রোলের শিকার ভাইজান

এবারে ভাইজান তাঁর শরীর প্রদর্শনকে খিল্লির পর্যায়ে নিয়ে যান। সম্প্রতি তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ঘোড়ার পিঠে বসে একটি বিজ্ঞাপনের শ্যুটিং এর ছবি দিয়েছেন। যদিও সেই বস্ত্র বিপণী তাঁর নিজেরই সংস্থা। “বিং হিউম্যান” নাম নিশ্চয় শুনেছেন। এটি সর্বদাই গরীব এবং অসহায় লোকেদের সাহায্য করার জন্য। সালমান খান তার অর্জিত টাকার অর্ধেক ভাগ এই সমস্ত ভালো কাজে ব্যয় করেন। যদিও এই নিয়ে অনেক বিতর্ক আছে।

সোশ্যাল মিডিয়ায় খালি গায়ে ঘোড়ার পিঠে ছবি দিয়ে, রীতিমতো ট্রোল হলেন সলমন খান। কিন্তু কেন?

উইন্টার কালেকশন দেখাতে গিয়ে নগ্ন হলেন সালমান, ফের ট্রোলের শিকার ভাইজান

শীতের বস্ত্রের জন্য তিনি এই বিজ্ঞাপন দেন। আজ্ঞে হ্যাঁ, সলমনের ব্র্যান্ড বিয়িং হিউম্যান আনতে চলেছে উইন্টার কালেকশন। এই ঠাণ্ডার মরশুমে গায়ে শীতের পোশাক না চাপিয়ে উনি কিভাবে উইন্টার কালেকশনের শ্যুট করছেন তা নিয়ে উঠেছে বিতর্ক। ট্রোল হয়েছেন সালমান। যদিও সালমান এইসব কোথায় বিশেষ পাত্তা দেননি।

উইন্টার কালেকশন দেখাতে গিয়ে নগ্ন হলেন সালমান, ফের ট্রোলের শিকার ভাইজান