Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আসছে সুখবর! দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেললেন অভিনেত্রী করিনা

Updated :  Friday, December 11, 2020 5:48 PM

মুম্বই: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর চতুর্থবারের জন্য বাবা হতে চলেছেন সইফ আলি খান। চলতি বছরের ১২ আগস্ট শর্মিনা পুত্র ঘোষণা করেছিলেন যে, তাঁদের পরিবারের দ্বিতীয় সদস্য আসতে চলেছে। এই মুহূর্তে করিনার বেবি বাম্পও স্পষ্ট। খুব সম্ভবত জানুয়ারিতেই অনুষ্কা শর্মার পাশাপাশি সন্তানের জন্ম দিতে চলেছেন বেবো। তাই এই মুহূর্তে টিনসেল টাউনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে, সইফিনা দ্বিতীয় সন্তানের নাম কি রাখবেন?

সইফ-করিনার প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল করিনাকে। এই প্রসঙ্গে তৎকালীন সময়ে তিনি জানিয়েছিলেন যে, সইফ আলি খান ছেলের নাম রাখতে চেয়েছিলেন’ ফাইজ। কিন্তু করিনা তৈমুর রাখতে চাওয়ায় শেষ পর্যন্ত সেই নামটাই রাখা হয়। তবে এই নাম নিয়ে নেটিজেনদের মধ্যে কম সমালোচনার ঝড় ওঠেনি। আর তাই এবার দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে তেমন কিছুই ভাবছেন না সইফিনা, এমনটাই করিনা কাপুর খান এক রেডিও শোতে জানিয়েছেন।

মুম্বইয়ের একটি নামজাদা রেডিও স্টেশনে করিনা কাপুর খান একটি সেলিব্রেটি টক শো সঞ্চালনা করেন। সেখানেই অতিথি হিসেবে ছিলেন নেহা ধূপিয়া। নেহা লকডাউন পর্ব তাঁর দু’বছরের কন্যাসন্তানের সঙ্গে কীভাবে কাটালেন, তা জানতে চান সঞ্চালিকা করিনা। আর সেই সময়ে পাল্টা প্রশ্ন করেন নেহা ধুপিয়াও। তিনি জানতে চান করিনা এবং সইফ আলি খান তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য কী নাম ভেবে রেখেছেন? এই প্রশ্নের উত্তরে করিনা জানিয়েছেন, ‘তৈমুরের সময় আমরা দেখেছি যে, নাম নিয়ে ভীষণ একটা সমালোচনা হয়েছিল। তাই আমরা ঠিক করেছি, এই কাজটা একেবারে এবারে শেষে করব। এবারে নাম নিয়ে কিছু জাস্ট ভাববোই না। যা হবে দেখা যাবে।’ এভাবেই দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে খোলাখুলি কথা বললেন সইফ-পত্নী।

https://www.instagram.com/tv/CIm4KXyhZ0X/?igshid=1a92obkd0h2sd