Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাসপাতালে হুইলচেয়ারে বসেই ডান্স স্টেপ করলেন রেমো ডি’সুজা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Saturday, December 19, 2020 10:51 AM

ডান্স কোরিওগ্রাফার ও প্রযোজক রেমো ডি’সুজা কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হসপিটালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তাররা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। রেমোকে হুইলচেয়ারের সাহায‍্যে হসপিটালের মধ্যেই বিভিন্ন টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হুইলচেয়ারে বসেই রেমো পায়ের সাহায্যে কিছু  ডান্স স্টেপ করেছিলেন।  তাঁর ডান্স তাঁকে রিল‍্যাক্সড থাকতে সাহায্য করছে।  তাঁর এই ডান্স স্টেপের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর স্ত্রী লিজেল।  সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। রেমোর অনুরাগীরা রেমোর দ্রুত আরোগ্য কামনা করেছেন। লিজেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রেমো হৃদয় দিয়ে নাচেন।  রেমোর সুস্থতা কামনা করার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন লিজেল।  কিছুদিন আগে রেমোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে রেমো দাঁড়িয়ে রয়েছেন হসপিটালের জানলার সামনে। রেমোর ইতিবাচক মনোভাব নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

গত 11 ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন রেমো। রেমোর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। হসপিটাল সূত্রে রেমোর পরিবারকে জানানো হয়, রেমোর হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট ব্লকেজ রয়েছে রেমোর। রেমোর স্ত্রী লিজেল কান্নায় ভেঙে পড়েন। এরপর ডাক্তারদের সিদ্ধান্ত অনুযায়ী, রেমোর অ্যাঞ্জিওগ্রাফি হয়। এরপর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে।

রেমো বলিউডে ডেবিউ করেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে। কালার্স চ্যানেলের জনপ্রিয় ডান্সিং শো ‘ঝলক দিখলা যা’য় ডান্স কোরিওগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করেন রেমো। এরপর বলিউডে কোরিওগ্রাফার হিসাবে কাজ করতে করতেই প্রযোজনা সংস্থা শুরু করেন রেমো। রেমোর প্রযোজনায় সবচেয়ে উল্লেখযোগ্য ফিল্ম হলো ‘এবিসিডি’ এবং ‘স্ট্রিট ডান্সার’। বলিউডের অন্যতম তুরুপের তাস হলেন রেমো। এই মুহূর্তে বলিউড তাকিয়ে রেমোর সুস্থতার দিকে।