খেলাফুটবল

চাকরি গেলো সুব্রত ভট্টাচার্য এর!

Advertisement

সুরজিৎ দাস: কলকাতা লিগে এখনো জয়ের মুখ দেখি নি সাদা কালো ব্রিগেড এরয়ান ও সার্দান পরপর দুটি ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। অপরদিকে ডুরান্ডের একটি ম্যাচে ৬ গোল দিলেও সেমিতে উঠতে ব্যর্থ তারা। তাই এবার কোচ সুব্রত ভট্টাচার্য কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিলো সাদা কালো ব্রিগেড। নতুন কোচ হিসেবে জুনিয়ার দলের কোচ ভারতীয় বংশোদ্ভূত নাইজেরীয় সইদ রামন কে নিয়ে আসতে চলেছেন তারা সাথে টিডি করে আনা হবে দীপেন্দু বিশ্বাস কে। সুব্রত ভট্টাচার্য কে ছেঁটে ফেলার পিছনে কিছু কারণ আছে প্রথমত তার খেলার ধরনের সাথে ঠিক মানিয়ে নিতে পারছিলো না ফুটবলার রা আর দলের ফুটবলারদের নাম ঠিকঠাক মনে রাখতে পারছিলেন না সুব্রত ভট্টাচার্য একজনের নামে অন্যজন কে ডাকছিলেন। এইধরনের একাধিক কারণবশত সুব্রত ভট্টাচার্য কে ছেঁটে দিলো সাদা কালো কর্তা রা। কাল থেকেই দলের সাথে যোগ দিচ্ছেন নতুন কোচ সইদ রামন এখন দেখার তার কোচিং এ সাফল্য কি আসে সাদা কালো ব্রিগেডে।

Related Articles

Back to top button