Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত বাংলা সিরিয়ালের জনপ্রিয় শিশুশিল্পী

Updated :  Friday, January 15, 2021 2:51 PM

2021 সালের শুরুতেই টলিউড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এলো খারাপ খবর। জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখার্জি (Adrija Mukherjee) দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। বৃহস্পতিবার সকালে প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসু (Bidesh bashu)-এর বাড়ির পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে যাচ্ছিলেন অদ্রিজা ও তাঁর পরিবার।

হুগলির নাটাগড়ের কাছে হঠাৎ অদ্রিজাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে অদ্রিজাদের গাড়ি নেমে যায় রাস্তার পাশের জলাজমিতে। স্থানীয় বাসিন্দারা অদ্রিজাদের উদ্ধার করে কালনা সুপারস্পেশ‍্যালিটি হসপিটালে নিয়ে যান। এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন রয়েছেন অদ্রিজা, মৌমিতা মুখার্জি (Moumita Mukherjee), প্রযুক্তি দে (Prajukti dey), গৌরাঙ্গ দে (Gauranga dey), রীতা দে (Rita dey), ইঙ্গিত মুখার্জি (Ingit Mukherjee)। চিকিৎসার পর আপাতত সবাই স্থিতিশীল রয়েছেন।

অদ্রিজার অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ও ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অদ্রিজা।