Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোলামেলা অন্তর্বাস, সেক্সি ডান্সে ভাইরাল হলেন চাহালের নতুন বউ ধনশ্রী, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, January 19, 2021 8:33 PM

ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল(yuzvendra chahal)-এর স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashri verma) রীতিমত নামকরা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। প্রায়ই তিনি নিজের নিত্যনতুন ডান্স ভিডিও পোস্ট করেন এবং নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘ব্লাফ মাস্টার’- এর ‘বুরে বুরে’ গানের সঙ্গে নেচে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ধনশ্রী।

‘বুরে বুরে’ গানের সাথে ধনশ্রী ফ্রিস্টাইল ডান্স পারফরম্যান্স করেছেন যাতে হিপহপের কিছু স্টেপও ব্যবহার করেছেন তিনি। এই ভিডিওতে ধনশ্রীর পরনে ছিল প‍্যাস্টেল সবুজ রঙের ক্রপ টপ ও কালো রঙের স্পোর্টস ব্রালেট এবং সাদা রঙের ট্রাউজার। ধনশ্রীর এই ভিডিওটিও নিমেষেই ওয়ান মিলিয়ন ভিউয়ারস ছাড়িয়েছে। এই ভিডিওতে কমেন্ট করেছেন যুজবেন্দ্রও। তিনি ভিডিওতে কমেন্ট করে লিখেছেন, ধনশ্রীর জন্য তিনি গর্ব বোধ করছেন। কিছুদিন আগেও নববধূর বেশে হিপহপ ডান্স করে ভাইরাল হয়েছিলেন ধনশ্রী।

পেশায় চিকিৎসক ধনশ্রীর নেশা ডান্স যা তাঁকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি করে তুলেছে। তবে একসময় ক্রিকেট ম্যাচে যুজবেন্দ্র খারাপ ফল করেন। কিন্তু একই দিনে ভাইরাল হয় ধনশ্রীর ডান্স ভিডিও। ফলে ধনশ্রীর উপর নেটিজেনদের গিয়ে পড়ে। তাঁরা বলেন, যুজবেন্দ্রর খারাপ ফলের জন্য ধনশ্রী দায়ী। সেইসময় ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি (virat kohli)র স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma) দাঁড়িয়েছিলেন ধনশ্রীর পাশে। তিনি বলেছিলেন, পুরুষদের খারাপ হলেই নারীদের দায়ী করা অন‍্যায় ও অমানবিক। এই ঘটনার কিছুদিন পরেই ধনশ্রীর সঙ্গে যুজবেন্দ্রর বিয়ে হয়। অদ্ভুতভাবে ধনশ্রীর বিয়ের পর থেকেই তাঁর নাচের ভিডিও বেশি ভাইরাল হওয়া শুরু হয়। এমনকি তাঁর সাম্প্রতিক একটি ভিডিওর ভিউ এক ঘন্টার মধ্যেই পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। নেটিজেনদের কাছে আপাতত প্রশংসিত হয়ে উঠেছেন ধনশ্রী।