বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা সবকিছুতেই যেন একটা প্রতিযোগিতা খুঁজে বেড়ায়। এখন বেশি বেড়েছে বাইক নিয়ে প্রতিযোগিতা।আমরা প্রায়ই দেখি বাইক নিয়ে রাস্তায় কেরামতি দেখায় অনেক ছেলেরাই।কেরামতির জন্যই অনেকেই দুর্ঘটনার শিকার হয়। আর বর্তমানে কিছু আলাদা করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে অনেক কাজই করছে যার ফলাফল ভয়াবহ হতে পারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চরম ঝুঁকিপূর্ণ একটি ভিডিও। যেখানে একটি যুবক তার সাহসিকতার পরিচয় দিতে গিয়ে একেবারে লাগামছাড়া ভাবে বাইক চালাচ্ছে।আর বাইকে শুধু সে একা নয় পিছনে রয়েছে একটি যুবতীও। তীব্র গতিতে নানান রকম কেরামতি দেখিয়ে বাইক চালানোর ভিডিও চরম ভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভিডিওটি দেখার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে। এই ধরনের কাজ গুলোর জন্যই মানুষ আজ দুর্ঘটনার শিকার।
ভিডিওটি সর্বপ্রথম আপলোড করা হয়েছিল ফিলিংস নামক একটি ফেসবুক পেজে। তারপর এই ভিডিও তে প্রায় 40 লক্ষ ভিউ পরে। এরপরই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে অনেকেই এটিকে হাস্যকর ভিডিও বলে সম্মোধন করে। কিন্তু বেশিরভাগ মানুষই তীব্র বিরোধিতা করে। কারণ এ ধরনের ঘটনা মানুষের মৃত্যু ডেকে আনে। কিভাবে প্রাণ হারায় বহু মানুষ।
তবে বর্তমান জেনারেশন এই কথাগুলোতে তুচ্ছ করে নিজেদের সাহসিকতাকে প্রমাণ করার জন্য বারবার এই ধরনের উগ্রতা দেখিয়ে থাকে। আর এই ধরনের ভিডিও ভাইরাল হয় এতে অনুপপ্রেরিত হয় অনেকেই এই ধরনের কাজ করে থাকে। এই ভিডিওগুলো দেখে অনেকের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
Video_ F E E L I N G S (Fb) pic.twitter.com/LS9Fmj5mM6
— Aaj Sakal (@AajSakal) January 6, 2021














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained