Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোলা চুল, কালো বোল্ড ড্রেসে মোহময়ী পায়েল! ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন অভিনেত্রী

Updated :  Thursday, February 11, 2021 7:25 PM

সম্প্রতি ছিল অভিনেত্রী পায়েল সরকার (Payel sarkar)-এর জন্মদিন। তাঁর ফ্যান ক্লাবের তরফে পায়েলের বাড়িতে কেক কেটে পালিত হল অভিনেত্রীর জন্মদিন। ফ্যানদের মধ্যেই একজন পায়েলের পোর্ট্রেট এঁকে উপহার দিলেন তাঁকে। এছাড়াও ছিল গোলাপের তোড়া। পায়েল কেক কাটার পর সেই কেক নিজের হাতে খাইয়ে দিলেন তাঁর ফ্যানদের। এমনকি সবাই মিলে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবিও তুললেন তাঁরা। পায়েলের পরনে ছিল কালো রঙের শর্ট পালাজো এবং স্প্যাগেটি ক্রপ টপ। তবে টপটি ডিপ নেক হওয়ার কারণে পায়েল অস্বস্তি বোধ করছিলেন। একটি ছবিতে তাঁকে নিজের হাত দিয়ে নেকের অংশটি ঢেকে কেক কাটতে দেখা গেছে।

খোলা চুল, কালো বোল্ড ড্রেসে মোহময়ী পায়েল! ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন অভিনেত্রী

কিছুদিন আগে পায়েলের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে পায়েলের পরনে রয়েছে হলুদ রঙের ডিপ নেক ড্রেস। গত বছর ডিসেম্বর মাসেও তিনি একটি ছবি শেয়ার করেছিলেন যাতে তাঁর পরনে ছিল পাতলা সাদা শার্ট। শার্টের উপরের কয়েকটি বোতাম খোলা রেখে ‘ক্লিভেজ শো’ করেছেন পায়েল। কিন্তু ছবিটি সাদা-কালো ফিল্টার দিয়ে পোস্ট করেছেন পায়েল। পায়েলের বোল্ড লুক নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

গত বছর লকডাউনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন অভিনেত্রী পায়েল সরকার। একের পর এক হট ফটোশুট পোস্ট করছেন পায়েল। এর আগে সাদা শার্টের সঙ্গে বিকিনি টপ পরে একটি ছবি শেয়ার করেছেন পায়েল। তবে বাথটবে ফেনার মধ্যে পায়েলের একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ছবিতে পায়েলের লাল টুকটুকে ঠোঁট সকলের নজর কেড়েছে। এছাড়া ব্ল‍্যাক ব্রালেট পরে আরেকটি ছবি শেয়ার করেছেন পায়েল যা তাঁর পাশের বাড়ির মেয়ের ইমেজকে ভেঙে দিয়েছে। 2020 সালে ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’ -এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন পায়েল। এই ওয়েব সিরিজে পায়েলের বোল্ড লুক যথেষ্ট জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ (Raja chanda) পরিচালিত বাংলা ফিল্ম ‘ম্যাজিক’। এই ফিল্মে পায়েলের সঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন পায়েল। 2004 সালে অভিজিৎ গুহ(Abhijit guha), সুদেষ্ণা রায়(sudeshna Roy) পরিচালিত ফিল্ম ‘শুধু তুমি’-র মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন পায়েল। 2007 সালে মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের অফার পান পায়েল। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত মুম্বইতে কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন পায়েল। এর মধ্যে ‘লেডিজ স্পেশ‍্যাল’ সিরিয়ালে পায়েলের অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রী নীনা গুপ্তা(Neena Gupta) পায়েলকে শক্তিশালী ও সম্ভাবনাময় অভিনেত্রী বলে অভিহিত করেন। এরপর টলিউডে ফিরে আসেন পায়েল। টলিউডে ফিরে এসে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ফিল্ম ‘ক্রস কানেকশন’-এ পায়েলের অভিনয় প্রশংসিত হয়। কিন্তু টলিউডের অধিকাংশ ফিল্মে পায়েলের ইমেজ ছিল পাশের বাড়ির মেয়ের। কিন্তু ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজটি পায়েলকে ভার্সেটাইল ও বোল্ড অভিনেত্রীর তকমা দেয়।