Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউডে খারাপ খবর, মারা গেলেন জনপ্রিয় অভিনেতার বড় ছেলে

Updated :  Thursday, April 1, 2021 10:17 PM

ভারতের অভিনয় জগতের অন্যতম নক্ষত্র কাদের খানের জ্যেষ্ঠ সন্তান আব্দুল কুদ্দুসের মৃত্যু হলো আজকে। কানাডায় নিজের বাড়িতেই তার মৃত্যু হলো বলে খবর। জনপ্রিয় বলিউডের ভাইরাল নিউজ দাতা ভাইরাল ভায়ানি আজকে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে এই খবরটি আমাদের জানিয়েছেন। তবে, এখনও পর্যন্ত কুদ্দুসের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে পারিনি।

কাদের খানের প্রথম পক্ষের সন্তান ছিলেন আব্দুল কুদ্দুস। এর পরেও কাদের খানের আরো একটি বিয়ে আছে। সেই বিয়ে থেকে তার আরো ২টি সন্তান হয়। কিন্তু, কুদ্দুস ছিলেন কাদের খানের সবথেকে প্রীয় সন্তান। তবে, জানিয়ে রাখা ভালো, কাদের খানের মত কুদ্দুস কিন্তু কখনো অভিনয় জগতে পা রাখেননি। তিনি কানাডায় একটি সুরক্ষা দপ্তরে কাজ করতেন।

জীবনের শেষ সময়টা কাদের খান কুদ্দুসের সঙ্গেই কাটিয়েছিলেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কুদ্দুসের কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাদের। কিন্তু কাদেরের মৃত্যুর মাত্র ২ বছরের মাথায় তার ছেলের মৃত্যু কেন হলো সেই নিয়ে ধন্দে অনেকেই।

কাদের খান মানেই আমরা জানি একেবারে ফ্রেশ অভিনয়। আগেকার মুভিতে কাদের খানের কমেডি ছিল নজরকাড়া। তবে শুধু কমেডি রোল না, আমরা কাদের খানকে তার বিভিন্ন সিরিয়াস রোলের জন্যেও জেনে থাকি। বড়ো বড়ো অভিনেতাকে অভিনয়ের দিল থেকে টক্কর দিয়ে দিতে পারতেন এই প্রবীণ অভিনেতা। ২০১৮ সালে তার মৃত্যুতে বলিউডের নক্ষত্র পতন হয়েছিল। আর এবারে কাদের খানের মৃত্যুর মাত্র ২ বছরের মাথায় তার প্রিয় ছেলে আব্দুল কুদ্দুসের মৃত্যুতে অবাক সকলে।