Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হঠাৎ অবনতি শারীরিক অবস্থার, অক্সিজেন সাপোর্টে করোনা আক্রান্ত অনামিকা সাহা

Updated :  Tuesday, April 27, 2021 9:41 PM

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে এম.আর.বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনামিকা সাহা (anamika saha)। তাঁর কিছু শারীরিক জটিলতাও ছিল যেগুলি করোনার ফলে বৃদ্ধি পায়। আকাশ আট-এর জনপ্রিয় সিরিয়াল ‘হয়তো তোমারই জন্য’-এর সেট থেকে করোনায় আক্রান্ত হয়েছেন অনামিকা। একই সিরিয়ালে অভিনয় করছেন চৈতী ঘোষাল (chaiti ghoshal)। তিনিও এই মুহূর্তে করোনা আক্রান্ত। তবে চৈতী রয়েছেন হোম আইসোলেশনে। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় অনামিকার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শরীরে অক্সিজেন লেভেল অস্বাভাবিক মাত্রায় কমে যাওয়ার ফলে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

তবে শুধুমাত্র ‘হয়তো তোমারই জন্য’-র শুটিং করাই নয়, একইসঙ্গে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে মদন মিত্র (Madan mitra), মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র মতো হেভিওয়েটদের হয়ে প্রচারে দেখা গিয়েছিল অনামিকাকে।

নব্বইয়ের দশক থেকে ‘জাঁদরেল শাশুড়ি’-র তকমা পেয়ে এসেছেন অনামিকা। তাঁর অভিনয় আমজনতার মন কেড়ে নিয়েছিল। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘ঘাতক’-এর মতো ফিল্মে অনামিকার অভিনয় দাগ কেটে যায়। তবে শুধুমাত্র ‘অ্যান্টাগোনিস্ট’ চরিত্রেই নয়, অনামিকা ভার্সেটাইল অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন।