Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথম সিরিয়ালেই বাজিমাত স্বীকৃতির! রইল শান্টুর বৌ পূর্ণার আসল পরিচয়

Updated :  Saturday, May 1, 2021 1:00 PM

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম দশ সেরা ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে ‘খেলাঘর’। স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’-এ নায়ক শান্টুর চরিত্রে অভিনয় করছেন সৈয়দ আরফিনএবং নায়িকা পূর্ণার চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (swikriti Majumder)। ‘খেলাঘর’ স্বীকৃতির প্রথম সিরিয়াল।

প্রকৃতপক্ষে স্বীকৃতি কলকাতার জনপ্রিয় মডেল। ‘পি.সি.চন্দ্র গোল্ডলাইট দিভা’ সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে কলকাতার মডেলিং দুনিয়ায় পা রাখেন স্বীকৃতি। এই প্রতিযোগিতায় স্বীকৃতি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তিনি র‍্যাম্প মডেলিং করেছেন। অভিনয়ের পাশাপাশি স্বীকৃতি একজন দক্ষ নৃত্যশিল্পী। সম্প্রতি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এর মঞ্চে নেচেছেন স্বীকৃতি। এছাড়াও স্বীকৃতি ভালো গানও গান।

একসময় সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের একজন ফেলো ছিলেন স্বীকৃতি। এরপর এক প্রোডাকশন হাউসে মিডিয়া মার্কেটিং ডিরেক্টর হিসাবে কাজ করেছেন তিনি। এছাড়াও তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত ভিডিও আপলোড করেন স্বীকৃতি।