Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দর্শকদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে ‘পটকা’! বাস্তব জীবনে কেমন অভিনেতা, রইল আসল পরিচয়

Updated :  Tuesday, May 18, 2021 12:48 PM

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-র চরিত্র পটকার মাধ্যমে বাড়িতে আগমন হয়েছে এক আগন্তুকের। আপাতত দর্শকদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছেন পটকা ওরফে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish bhattacharya)। অম্বরীশ এমন একজন অভিনেতা যিনি সহজেই গতানুগতিকতাকে ভেঙে সাবলীল অভিনয় করতে পারেন। পেশিবহুল চেহারার অধিকারী নন অম্বরীশ। কিন্তু বাঙালি ঘরের একান্ত প্রিয় পাশের বাড়ির ছেলে তিনি। যে কোনো চরিত্রে অম্বরীশ অনায়াসেই মানিয়ে যান।

থিয়েটারের মঞ্চে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অম্বরীশ। 2007 সালে টেলিভিশনের কমেডি সিরিয়াল ‘রাজা-গজা’-র মাধ্যমে তিনি প্রথম ব্রেক পান। মঞ্চাভিনেতা অম্বরীশ কিন্তু খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন টেলিভিশনের পর্দায়। ‘রাজা-গজা’ থেকে শুরু হয়েছিল অম্বরীশের যাত্রা। এরপর বাংলা ফিল্মে সাধারণতঃ ছোট চরিত্রে অভিনয় করতেন অম্বরীশ। সৃজিত মুখার্জী (srijit Mukherjee), কমলেশ্বর মুখার্জী (kamaleswar Mukherjee), অঞ্জন দত্ত (anjan Dutta), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly)-র সঙ্গে কাজ করেছেন অম্বরীশ।

ফিল্মে ছোট চরিত্র করার মাঝেই অনিন্দ্য চট্টোপাধ্যায় (anindya chatterjee) পরিচালিত ‘ওপেন টি বায়োস্কোপ’ ফিল্মে নিজেকে প্রমাণ করার সুযোগ পান অম্বরীশ। এই ফিল্মে অম্বরীশের চরিত্রটি ছিল এমন একটি ছেলের যার একটি মেয়েকে ভালো লাগলেও নিজের চেহারার কারণে সংকুচিত থাকে ছেলেটি। ‘ওপেন টি বায়োস্কোপ’-এ অম্বরীশের অভিনয় সবার নজর কেড়ে নেয়। পরিচালকরাও তুলনামূলক ভালো চরিত্রে অম্বরীশকে ভাবতে বাধ্য হন।

বীরসা দাশগুপ্ত (Birsha Dasgupta) পরিচালিত ‘বিবাহ অভিযান’ ও শিবপ্রসাদ মুখার্জী (shibaprasad mukherjee)-নন্দিতা রায় (Nandita Roy) জুটি পরিচালিত ফিল্ম ‘গোত্র’ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা হিসাবে অম্বরীশের পায়ের মাটি শক্ত করে তোলে। এছাড়াও এই মুহূর্তে অম্বরীশ কিছু অ্যাডভার্টাইজমেন্টেরও কাজ করছেন। এর পাশাপাশি কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী’-তে সঞ্চালনার কাজও করেছেন অম্বরীশ। এছাড়াও বাংলা ওয়েব সিরিজ ‘হ‍্যালো’-তে কাজ করেছেন অম্বরীশ। এছাড়াও চলতি বছরে তাঁর হাতে বেশ কয়েকটি ফিল্ম রয়েছে তবে করোনা অতিমারীর কারণে লকডাউনের জন্য সেগুলির শুটিং স্থগিত রয়েছে।