Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bold Nusrat Jahan : বুকের ওপর ভিকট্রি ট্যাটু, হট লুকে নজর কাড়লেন নুসরত জাহান

আর বেশি দেরী নেই রাজ্যে ইয়াশ ঝড়ের আগমন। এই ঝড়ের মধ্যেও কুল আছেন নায়িকা। বরং ইয়াশ আসার আগে এই নায়িকা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে উষ্ণতার ঝড় তুললেন। টলিউডের হট আর বোল্ড…

Avatar

By

আর বেশি দেরী নেই রাজ্যে ইয়াশ ঝড়ের আগমন। এই ঝড়ের মধ্যেও কুল আছেন নায়িকা। বরং ইয়াশ আসার আগে এই নায়িকা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে উষ্ণতার ঝড় তুললেন। টলিউডের হট আর বোল্ড অভিনেত্রী নুসরত জাহান। তিনি বরাবর সোশ্যাল মিডিয়াতে নানান সময় নানান অবতারে ধরা দেন অভিনেত্রী। ইনি আবার বসিরহাটের সাংসদ নুসরত জাহান। মাঝে মধ্য নানান লোকের কটুক্তি শুনে থাকেন। তবে সেই সব কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করতে এবং নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন অভিনেত্রী।

এবার এই ইয়াশ ঝড় আসার আগেই এক উষ্ণতম ফটোশুটে নুসরত আগুন লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে কাঁধখোলা গোলাপি গাউনে আর বোল্ড মেকা আপে নানান আবেদনময়ী মুহূর্তে ধরা দিচ্ছেন নুসরত জাহান। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁর বক্ষ বিভাজিকা, শুধু তাই নয় প্রকাশ্যে তার বুকের ওপর লেখা ট্যাটু ভিকট্রি। অভিনেত্রীর এই বিশেষ ট্যাটু এর আগে খুব একটা দেখা যায়নি। তবে এবারের এই ভিডিয়োতে পুরোপুরি স্পষ্ট এই ট্যাটু।

এই ফটোসেশানের ভিডিও পোস্ট শেয়ার করে লিখেছেন, “আমি চাই মানুষ পোশাক দেখুক কিন্তু ফোকাস থাকে মহিলার ওপর”। এখনো মেয়েদের পোশাক দিয়ে তাঁর চরিত্র বিবেচনা করা হয়। তাই তিনি বার্তা দেন পোশাক দেখে মহিলাদের চরিত্র বিচার না করা হয়। তবে এই ভিডিও পোস্ট হতেই অনেকেই লিখেছেন একজন সাংসদ হয়ে কেমন ভাবে এই পোশাক পড়ে শুটিং করতে পারেন। আবার অনেকে লিখেছেন, এসব ফটোশুট না করে বসিরহাটের লোকজনদের খবর নাও, দেব মিমিকে দেখে কিছু শিখুন। তবে এই ধরনের মন্তব্যে কোনোদিন কান দেননি নুসরত এবারেও তাই করলেন। তবে অভিনেত্রীর এই মোহময়ী আর বোল্ড ফটোশুট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

উল্লেখ্য, আগের বছরের শেষ থেকে নুসরত আর নিখিলের দাম্পত্য জীবনে চিড় ধরেছে। এখন দুজনেই আলাদা থাকছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে দুজন দুজনকে আনফলো করে দিয়েছে। খুব শীঘ্রই এদের ডিভোর্স হতে পারে এরকমই গুঞ্জন। তবে নিজের ব্যক্তিগর জীবন নিয়ে এসব বলতে নারাজ অভিনেত্রী৷ দুজন দুজনের মতো এগিয়ে গিয়েছেন। নুসরত এখন নিজের সিনেমা, সাংসদের কাজ আর ফটোসেশান নিয়ে বেশ ব্যস্ত আর নিখিল নিজের কাজ আর শরীরচর্চা নিয়ে এগিয়ে গিয়েছেন।

About Author