Nusrat Jahan: চোখে মুখে উত্তেজনার পারদ, বিদেশি মডেলদের কায়দায় ছবি তুললেন অভিনেত্রী নুসরত জাহান

অনেক হল বোল্ড ফটোশ্যুট। যারা নিন্দা করার তারা করবেই। কিন্তু, লোকের কথায় কান দিলে আসল উদ্দেশ্য চাপা পড়ে যায়। তাই, কোনো দ্বিতীয় ব্যাক্তির কথা কানে নয়। পেশা যাই হোক না…

Avatar

অনেক হল বোল্ড ফটোশ্যুট। যারা নিন্দা করার তারা করবেই। কিন্তু, লোকের কথায় কান দিলে আসল উদ্দেশ্য চাপা পড়ে যায়। তাই, কোনো দ্বিতীয় ব্যাক্তির কথা কানে নয়। পেশা যাই হোক না কেন, ভিতরের সুপ্ত ইচ্ছা কখনো পেশার সঙ্গে আপোষ করে না। আর সেই জন্যেই নুসরত হয়ে উঠেছেন দিন দিন বোল্ড অ্যান্ড ওয়াইল্ড।

এতদিন নানান ছবি পোস্ট করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। এবারে তাদের মুখে ঝামা দিয়ে এক্কেবারে ওয়াইল্ড লুকে হাজির সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। শুধু মাত্র স্পোর্টস ব্রা দিয়েই বক্ষ যুগল ঢেকেছেন তিনি। একেবারে বিদেশি মডেলদের কায়দায় বেশ কিছু ছবি তুলিয়েছেন তিনি। চোখে মুখে উত্তেজনার পারদ, উন্নত বক্ষ যুগল, এক্কেবারে গরম শিহরন বইয়ে দেওয়ার মত।

নুসরতের এমন ছবি দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। যারা নুসরতের ফ্যান তারা প্রশংসা করেছেন, আর যারা নুসরাতকে খুব একটা পছন্দ করেন না তারা ওই ছবি গুলো ঘিরে উদ্ভট মন্তব্য পেশ করেছেন। সকলেরই চোখ নুসরতের বগলে অর্থাৎ আন্ডারআর্মসে। কেউ তার বিকিনি ফটোশ্যুট দেখতে চেয়েছেন, কেউ লিখেছেন সুপার হট, কেউ বলেছেন গন্ধ কেমন? এরকম নানান উদ্ভট ব্যঙ্গাত্মক কমেন্টে ভরে উঠেছে নুসরতের কমেন্ট সেকশন।

About Author