Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নুসরতের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুললেন স্বামী নিখিল, জানুন কী বলেছেন

নুসরত-নিখিল-যশ এই তিন চরিত্র টলিপাড়ার পেজ থ্রিতে হামেশাই নিজের জায়গা করে নিয়েছে। নিখিল আর নুসরত বিয়ের ২ বছরের মাথায় এখন সম্পূর্ণ আলাদা থাকছেন। অন্যদিকে এখন নুসরত আর যশ প্রেম করছেন।…

Avatar

By

নুসরত-নিখিল-যশ এই তিন চরিত্র টলিপাড়ার পেজ থ্রিতে হামেশাই নিজের জায়গা করে নিয়েছে। নিখিল আর নুসরত বিয়ের ২ বছরের মাথায় এখন সম্পূর্ণ আলাদা থাকছেন। অন্যদিকে এখন নুসরত আর যশ প্রেম করছেন। এই গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়াতে গত ডিসেম্বর মাস থেকে। তবে দুজন দুজনের সম্পর্ককে শিলমোহর না দিলেও এরা এখন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তবে নুসরতের ইন্সটা স্টোরি দেখলে মনে হয়, এরা এরা শুধু ভালো বন্ধু নয় বিশেষ বন্ধু। কেরিয়ার, সাংসদ আর নিজের জীবনে নানান চড়াই-উৎরাইয়ের মধ্যে গিয়েছে নুসরত। এবার অভিনেত্রী নতুন ইনিংসে পা রাখতে চান। এবার তিনি এক সন্তানের মা হতে চান।

কেরিয়ারের এই সাফল্যের পর একজন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি। তবে নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার কথা নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন তিনি এখন সত্যি অন্তঃসত্ত্বা নাকি ভবিষ্যত প্ল্যান করছেন। দ্বিতীয়ত, এই বাচ্চার বাবা কে? নিখিল জৈনের এই গোটা বিষয় নিয়ে বিন্দু বিসর্গ ধারণা নেই নিখিলের। বরং গোটা ঘটনায় বেশ খানিকটা বিরক্ত হয়ে গিয়েছেন। তিনি পেশায় বস্ত্র ব্যবসায়ী। নামী এক প্রতিষ্ঠানের সিইও, নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তাঁর। গ্ল্যামার জগতে সেভাবে কোনো আনা গোনা নেই। গত কয়েক মাস ধরেই পেজ থ্রি-র পাতায় তিনি না চাইতেও নানান গসিপে উঠে এসেছে তাঁর নাম।  নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বারেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে নিখিল জৈন।

অভিনেত্রীর এই অন্তঃসত্ত্বা বিষয় নিয়ে এক সংবাদমাধ্যমে কথা বললেন নিখিল। তাঁর প্রাক্তন স্ত্রীর জীবন সম্পর্কে কোনও মতামত নেই। সে আমার জীবনে এখন নেই এবং তাঁর আর কোনও জায়গা ও নেই। তাঁরা বিগত সাত মাস ধরে নিজেদের আলাদা করে রেখেছেন। পোস্ট ‘এসওএস কলকাতা’ থেকে। তিনি সত্যি জানেননা নুসরতের জীবনে এখন কি চলছে। সে বর্তমানে কার সঙ্গে থাকে কিংবা কার সন্তানের মা এইসব সত্যি তাঁর কাছে অজানা। তবে তিনি আরো বলেন নুসরতের ব্যপারে জনগণ-মিডিয়া আরও ভালো করে জানবে। গোটা কথোপকথনে তিনি যশের নাম ও উচ্চারণ করেননি।

মা হতে চলেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। এই কথাটি এখন পেজ থ্রির হটকেক। প্রসঙ্গত, কয়েক মাস আগে শহরের এক নামি ক্লিনিকের সামনেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে একা নয় তাঁর ‘বিশেষ বন্ধু’ যশের সঙ্গে। এখন নাকি নিজের বালিগঞ্জের বাড়িতেও থাকছেননা অভিনেত্রী। তবে যশ আর নুসরতের ভালোবেসে নাম দিয়েছেন যশরত ইনস্টাগ্রাম ঘাটলেই ‘যশরত’ কোথায় কখন যাচ্ছেন? কী করছেন? সব স্পষ্টত। কোন দিন একসঙ্গে তাঁরা গাড়িতে ছিলেন, বাড়ির বাগানের ফুল, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সঙ্গে কোথায় পার্টি করছেন সব কিছুই এখন নেটাগরিকদের নজরে।

About Author