টলিউডবিনোদন

৬ মাস ধরে নুসরতের ফ্ল্যাটেই থাকছেন যশ, মা হওয়া নিয়ে প্রশ্নের মুখে অভিনেত্রী

Advertisement

নিখিল-নুসরত-যশ। তিনজন কি একই সূত্রে গাঁথা নাকি গত ৬ মাস ধরেই এই ৩ তারকার জীবনের সুতোগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা বার বার এই তিন তারকা পেজ থ্রির শিরোনামে থেকেছেন। নিখিলের সাথে প্রেমের সূত্রপাত হয় এক মডেলিং অনুষ্ঠানে। এরপর নিখিলের রঙ্গোলি শাড়ির ব্র‍্যান্ড অ্যাম্বাসেডার হয়ে ওঠেন। তবে প্রথমে নিখিলের সাথে নুসরতের সম্পর্ক ভালো চোখে দেখেননি নিখিলের পরিবার। তবে পরে এদের সম্পর্কে মান্যতা দেয়। ২০১৯ সালে তুরষ্কে বোদরুমে হিন্দু মতে নিয়ম মেনে বিয়ে করেন নুসরত নিখিল। বসিরহাটে সাংসদ হওয়ার পর এরা বিয়ে করেন। বিয়ের পর নববধূ সাজে তিনি পার্লামেন্টে শপথ নেন।

সেই সময় নিখিল আর নুসরতের প্রেম দেখার মতো ছিল। এরপর একে অপরের সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার নানান মুহূর্ত ধরা পড়তো। বিয়ের কয়েক মাস পরেই শোনা যায় নুসরত আর নিখিলের কোনো কিছু কথা-কাটাকাটি হতে তিনি আত্মঘাতী হন। তাঁর জন্য অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নুসরত জানিয়েছিলেন, সে সব গুজব। তাঁর শরীর খারাপ হয়েছিল, তাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিয়ের দুবছরের মাথায় এদের সুখের সংসারে প্রবেশ অভিনেতা যশ দাসগুপ্তের। নিখিল আর নুসরতের বিয়ের আগে দুজন ভালো বন্ধু ছিল। ‘ওয়ান’ সিনেমায় প্রথম কাজ নুসরত যশের।

তবে ২০২০ সালে ‘এস ও এস কলকাতা’ সিনেমার শ্যুটিং এর সময় যশ আর নুসরত আরো কাছাকাছি আসে। এরপর আর এরা ভালো বন্ধু নয়৷ বিশেষ বন্ধুতে পরিণত হয়। এরপরই একটাই আলোচনা বিবাহিত’ নুসরত নাকি প্রেমের সম্পর্কে গা ভাসিয়েছেন যশ। গত ডিসেম্বর যশরত একসাথে যোধপুর ঘুরতে গিয়েছিলেন। অবশ্য এই গসিপ নিয়ে স্পিকটি নট ছিল ‘যশরত’ জুটি। এরপরই গত বছরের শেষ থেকে নুসরত আর যশের বালিগঞ্জের ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন। যশ এখন বেশির ভাগ সময় ওই ফ্ল্যাটেই নুসরতের সঙ্গে সময় কাটান।

এমনকি নুসরতের জন্মদিনের পার্টি, নুসরতের সিনেমার প্রিমিয়ারে সর্বত্রই যশ বিরাজমান। তবে ভোটের পর নুসরত আর যশের বন্ধুত্ব সম্পর্কে থেকে বিশেষ বন্ধু হিসেবে শিলমোহর দেন। বিধানসভা ভোটের রেজাল্ট যাই হয়ে থাক তবে এই দুই বন্ধুর ঘনিষ্ঠতা দিন দিন বেড়ে গিয়েছে। মান্যতার দিকে এই দুই তারকার সম্পর্ক? তবে এর উত্তর এখন এই দুই স্টারের ইন্সটাগ্রামে উঁকি দিলে দেখা যাচ্ছে। একে অপরকে ট্যাগ আর ছবি সৌজন্যেও দুজনের নাম জ্বলজ্বল করে উঠছে ইন্সটা স্টোরিতে আর কমেন্টে ও আসছেন লভ ইমোজিও। এদের প্রেম এখন জোড় কদমে চলছে। ভোটের আগেও ফাঁক পেলে এই জুটি কফি ডেট, ডিনার ডেটে পারি দিয়েছিলেন।

সম্প্রতি টলিউডে ১০ বছর পার করেন। এরপরই ৪ঠা জুন নুসরতের জীবনের এক সুখবর আসে। জানা যায়, তিনি এবার নতুন ইনিংসে পা দিতে চলেছেন। মা হতে চলেছেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে অভিনেত্র এখন এক মাসের অন্তঃসত্ত্বা। খবর ছড়িয়ে পড়ার পরে নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। তবে এই খবর আসার পর নিখিলকে প্রশ্ন করা হলে তিনি বলেন এখন নাকি তাঁর সাথে নুসরতের কোনো সম্পর্ক নেই ছমাসের কাছাকাছি। এই সন্তান তাঁর নয়। তিনি আরো জানান, এখন যে নতুন সঙ্গীর সঙ্গে নুসরত আছেন, তার সঙ্গেই ভাল থাকুক। আর ঈশ্বর ওদের মঙ্গল করুক এই প্রার্থনা জানান।

নেটমাধ্যমে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ‘সন্তানের জন্মদাতা কে’? তাহলে কি অভিনেত্রীর এই সন্তানেত জনক হলেন যশ দাসগুপ্ত। তাহলে কি এবার যশের সাথে সংসার বাঁধতে চলেছেন নুসরত। তবে এখন এসব অজানা। এই বিষয়ে নুসরত আর যশ কেউ কথা বলেননি। তবে শোনা যায় বেশ কিছু দিন আগে যশ আর নুসরতকে এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল। এসবের মাঝেও নুসরতের সন্তান আগমনের খবর পেতে নুসরতকে শুভেচ্ছা জানিয়েছিলেন বহু নেটিজেনরা।

Related Articles

Back to top button