Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Video: বেলি ড্যান্সে আগুন ধরালেন প্রিয় গোপী বউ, নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

Updated :  Tuesday, June 29, 2021 8:24 AM

শুধু বাংলা না সারা ভারতবাসীর কাছে ইনি হলেন আদর্শ গৃহপবধূ। ইনি আর কেউ না সকলের প্রিয় গোপি বৌ। সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে গোপি বৌয়ের চরিত্র আজ ও বহু দর্শকের কাছে একটি প্রিয় চরিত্র। গোপী ওরফে বঙ্গ তনয়া দেবলীনা ভট্টাচার্য নিজের অভিনয় আর মিষ্টি স্বভাবের জন্য খুব স্বল্প সময়েই বলিপাড়াতে জনপ্রিয় হয়ে উঠেছে।ব ‘সাথ নিভানা সাথিয়া’ ১ আর সিজন ২ তে কিছুদিন অভিনয় করেছেন দেবলীনা। সম্প্রতি বিগ বস ১৪ তে এজাজ খানের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন দেবলীনা। 

এই লকডাউনে আপাতত বাড়িতেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে এই লকডাউনে নিজের এক নতুন গুণের কথা বললেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়াতে লাস্যময়ী অবতারে ঝড় তুলেছেন নায়িকা। পরনে স্পোর্টস ব্রা আর ল পাজামা। নো মেক আপ আর খোলা চুলে বেলি ডান্সে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ছোট্ট ভিডিও ক্যাপশনে দেবলীনা লিখেছেন, ‘প্রশিক্ষণ নিচ্ছি, সাম্প্রতিক সময়ে এই ড্যান্স ফর্ম-এর প্রেমে পড়েছি আমি। যদিও অনেকটাই শেখা বাকি। এখনো পুরোপুরি তৈরি হয়নি গোটা ভিডিও আপলোডের জন্য। পরবর্তী সময়ে নিশ্চয়ই নাচের পুরো ভিডিও আপলোড করবো, ততক্ষণ এই ভিডিওটি উপভোগ করুন।

উল্লেখ্য নিজের পেশা হিসেবে অভিনয়কে বাছাই করলেও, দেবলীনা আদতে একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। ছোট পর্দার বিভিন্ন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে নানান চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন বাঙালী দর্শকেরা। অনেকে এই স্বল্প ভিডিও দেখে অভিনেত্রীর প্রশংসা করলেন। অনেকে এই নাচ দেখে মুগ্ধ। আবার অনেকে নানান ভাবে গোপীকে ট্রোল্ড করলেন। তবে দেবলীনার এই নতুন অবতারে লাইক আর কমেন্টসে ভরে গিয়েছে। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।

দেবলীনা এখন চুপিচুপি প্রেম করছেন। এই মনের মানুষ অভিনেত্রীর জীবনে এসেছে বেশ অনেক দিন আগে। তবে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, প্রেমিকের নাম এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাননা। এমনকি তাঁর প্রেমিক ও চাননা৷ তবে জানা গিয়েছে অভিনেত্রীর প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তবে কি করেন এখনো জানা যায়নি। নিজের ব্যক্তিগত জীবনকে একেবারেই অনুরাগীদের সামনে প্রকাশ করতে রাজি নন এই তারকা। ক্যামেরার আড়ালেই থাকতে চাইছেন। তবে জানা গিয়েছে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তারা এনগেজমেন্ট সাড়তে পারেন।