Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতিশোধ নয়, শান্তির খোঁজ পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী অভিনয় জগতে নতুন মাইলস্টোনে পা রাখলেন। এতদিন অভিনেত্রীকে বিভিন্ন রকম সিনেমাতে দেখা গিয়েছে। এমনকি কিছু রিয়ালিটি শোয়ের বিচারক, সঞ্চালিকা হিসেবে ও দেখা গিয়েছে। তবে এবার অভিনেত্রী পা রাখছেন…

Avatar

অভিনেত্রী শ্রাবন্তী অভিনয় জগতে নতুন মাইলস্টোনে পা রাখলেন। এতদিন অভিনেত্রীকে বিভিন্ন রকম সিনেমাতে দেখা গিয়েছে। এমনকি কিছু রিয়ালিটি শোয়ের বিচারক, সঞ্চালিকা হিসেবে ও দেখা গিয়েছে। তবে এবার অভিনেত্রী পা রাখছেন ওয়েব সিরিজ দিয়ে। হইচইয়ের ‘দুজনে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। ইতিমধ্যে এই নতুন ওয়ে সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে যা বেশ প্রশংসা পেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী বেশ ভালোই সক্রিয়। কিছুদিন ধরে নানান ফটোসেশানের ছবি শেয়ার করছিলেন। এই লকডাউনে ফের একের পর এক উষ্ণ ফটোসেশানে কাঁপাচ্ছেন অভিনেত্রী। কখনো বিয়ের লাল বেনারসী মাথায় মুকুট পড়ে তো কখনো বোল্ড ফটোশুট। তবে এবারে কোনো ফটোসেশান নয়। ইন্সটাগ্রাম স্টোরিতে এক অন্য বার্তা দিলেন শ্রাবন্তী। লিখলেন, যে নারী প্রতিশোধ স্পৃহার পরিবর্তে এক পশলা শান্তি খুঁজে পেয়েছে, তাকে কখনো বিব্রত করা সম্ভব নয়শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রামে মঙ্গলবার সকালে এমনই এক আবেগঘন বার্তাই ভেসে এল৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতিশোধ নয়, শান্তির খোঁজ পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ে ভুলে অভিনেত্রী এখন চতুর্থ প্রেমে মজেছেন। হ্যাঁ শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে নতুন বসন্ত পা দিয়েছে। ভোটে হেরে গিয়েছেন সে সব দুঃখ ভুলে প্রেম করছেন অভিনেত্রী। ভোটের আগেই শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি নতুন করে নতুন বসন্ত উপভোগ করছেন। এই বসন্তের কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে অভিনেত্রীর আবাসনেই। এই ‘চর্চিত প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। নামী একজন ব্যবসায়ী। এই জুটির প্রেম এখন এই লকডাউনে বেশ এগিয়ে গিয়েছে ধাপ বাই ধাপ। আর জমেও উঠেছে।

অবশ্য অভিনেত্রী শ্রাবন্তী নিজের চতুর্থ প্রেম নিয়ে এখনও পর্যন্ত কোনো বাক্যই খরচ করেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী , আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী। তাই ব্যক্তিগত জীবন নিয়ে এবারে মুখে কুলুপ। উল্লেখ্য, গত বছর পুজোর সময় থেকে তৃতীয় স্বামী রোশন আর শ্রাবন্তী আলাদা থাকা শুরু করেছেন। সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে এসেছিল অনেকদিন আগেই। বহুদিন ধরেই আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই একে অপরকে কটাক্ষ করেছেন। কিছুদিন আগে রোশন জানিয়েছেন এই মুহূর্তে তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স চাননা। তিনি অভিনেত্রীর সাথে এখনো সংসার করত্র চান। তবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। তবে অভিনেত্রীর মঙ্গলবার এই ইন্সটাগ্রাম স্টোরি রোশনকে ভুলে অভিরুপের কাছে শান্তির কথা বললেন? পুরোটাই আন্দাজ সময় এলে জানা যাবে।

About Author