Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুলিশের পোশাক পরে রাস্তায় উদ্দাম নাচ তরুন-তরুনীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

এখন ডিজিটালের যুগ। হাতে একটা সেল ফোন ব্যাস তাতেই কেল্লাফতে। সোশ্যাল মিডিয়ার রমরমা দিন দিন বেড়েই চলছে। আর এরই সৎব্যবহার করছেন প্রতিটি তারকা থেকে আম জনতা। এখন আর সেলিব্রিটেদের আপডেট…

Avatar

By

এখন ডিজিটালের যুগ। হাতে একটা সেল ফোন ব্যাস তাতেই কেল্লাফতে। সোশ্যাল মিডিয়ার রমরমা দিন দিন বেড়েই চলছে। আর এরই সৎব্যবহার করছেন প্রতিটি তারকা থেকে আম জনতা। এখন আর সেলিব্রিটেদের আপডেট পেতে সপ্তাহ খানের বিনোদনের পাতা, ম্যাগাজিন বা টিভিতে এনটারটেইনমেন্ট শোয়ের অপেক্ষা করতে হয় না। এতো সেলিব্রেটির কথা। বর্তমান প্রজন্ম এই সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে নিজেদের সবরকম আপডেট দিতে থাকেন সেলেবরা৷ বিশেষ করে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ঘুরতে যাওয়ার ছবি, খাবারের ছবি, নিজেদের নানান প্রতিভাও শেয়ার করেন। আর এরপর বাকি ইউজার লাইক কমেন্ট করেন। দেখতে দেখতে তা ভাইরাল হয়ে যায়।

কিছু সময় আগে টিকটকে মজেছিল গোটা ভারতবাসীরা। সাধারণ মানুষ থেকে অভিনেত্রী কে নেই সেই তালিকায়। বর্তমানে  বিনোদনের তালিকায় সবার আগে জায়গা করে নিয়েছিল এই টিকটক। তবে এখন আর টিকটক নেই। তবে এই টিকটকের জায়গা দখল করেছে ইন্সটাগ্রাম রিল। কেউ কোনো ফাঁকা জায়গা, সুন্দর জায়গা দেখলেই রিল ভিডিয়োতে মজছে  সকলেই। স্থান, সময় কোনওকিছুকেই মেনে চলে না এই রিল।
শুধু কি বড়রা? বড়দের পাশাপাশি ছোট ছোট খুদেরাও বাজিমাত করছে এই রিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আবার যাদের ঘরে বসে সময় কাটে না তারাও সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন এই মাধ্যমকে। অনেকের কাজের ফাঁকে নিজেকে একটু আনন্দ দিতে রিল ভিডিয়ো বানিয়ে ফেলেন। এরকমই একটি ছোট রিল ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল দুনিয়ে। পুলিশ চোর ধরে ডাকাত ধরে। তবে রাস্তার মাঝে হিন্দি গানে নাচতে খুব কম দেখা যায়। না সিনেমা নিয় বাস্তবে দুই পুলিশ নাচলো। সোশ্যাল মিডিয়ার ফিল্মিবুলেটিনডটকম নামক এক পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে এক ছেলে আর এক মেয়ে রে ওয়ান সিনেমার জনপ্রিয় গান ছামাক ছালো গানে তুমুল নাচলেন। দুজনেই নিজের নাচের মুভসে মাত করে দিল। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

About Author