Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nusrat Jahan : ঈশানের প্রথম পুজো, কী কী প্ল্যানিং করলেন নতুন মাম্মা? রইল ভিডিও

Updated :  Friday, October 8, 2021 11:32 PM

টলিউডের পেজ থ্রিতে কিভাবে থাকতে হয় তা নুসরত জাহান ভালো করে জানেন। কয়েক মাস ধরে বিতর্ক আর নুসরত জাহান, এই শব্দ এখন কার্যত সমার্থক হয়ে উঠেছে। নিখিল জৈনের সঙ্গে নিজেদের দাম্পত্য সম্পর্ককে লিভ ইনের নাম দেওয়া, এরপর প্রেমিক যশ দাশগুপ্তর সঙ্গে লিভ ইন, তারমধ্যেই নায়িকার অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং ঈশানের জন্ম দেওয়া। অভিনেত্রীর জীবনের নানান ঘটনা গত কয়েক মাসে সংবাদ শিরোনামে থেকেছে। হাজার বিতর্ক, সমস্যা, কটাক্ষ, ট্রোলিং পিছু ছাড়েনি অভিনেত্রীর ।
 

এই একবছরের ব্যাবধানে বদলে গিয়েছে নুসরতের গোটা জীবন। গত বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল ‘এওএস কলকাতা’। এই ছবির সেটেই শুরু যশরতের অফস্ক্রিন কেমিস্ট্রি। গত বছর দুর্গাপুজোর অষ্টমীতে শেষবার একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স সেরেছিলেন নুসরত আর নিখিল। এখন নুসরতের জীবনে নিখিল পুরোপুরি অতীত। যশ আর ঈশানকে ঘিরেই তাঁর গোটা পৃথিবী। এবছর কেমনভাবে দেড় মাসের ছেলের সঙ্গে পুজো কাটাবেন নুসরত? সেই নিয়ে মুখ খুললেন ঈশানের মাম্মা।

পুজোর প্রস্তুতি এখন চরমে। অনেকদিন ধরেই অনুগামীরা জানতে চাইছিলেন নুসরত এবার পুজোয় কী করছেন? কিন্তু নুসরতের পুজো পরিকল্পনা কোনোভাবে জানা যাচ্ছিল না। অবশেষে নিজের মুখেই সবটা ফাঁস করেছেন ঈশান জননী। এই কদিন ‘জয় কালী কলকাত্তায়ালী’ ছবির শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন নুসরত। এর মাঝে একটু ফাঁক পেতেই অভিনেত্রী জানালেন নিজের পুজো -প্ল্যানিং।

Nusrat Jahan : ঈশানের প্রথম পুজো, কী কী প্ল্যানিং করলেন নতুন মাম্মা? রইল ভিডিও

নুসরতের ফ্যান পেজ থেকেই শেয়ার হয়েছে সেই ভিডিও। নতুন মাম্মা বললেন, ‘তাঁর কাছে এবছর পুজোটা একটু অন্যরকম। নিজের খুদেটার সঙ্গে বেশি সময় কাটাবেন কারণ ওর এটা প্রথম পুজো। বাড়িতেই থাকবেন। বাড়িতেই আড্ডা দেবেন নিজের বন্ধুদের সঙ্গে’। আর পুজোর সাজও তিনি বাদ দেবেননা। আর সাথে ডায়েট ভুলে দেদার চলবে পেট পুজো। রোল, চাউমিন থেকে শুরু সবরমকে জাঙ্ক ফুড সবই পুজোয় খাবেন নুসরত। 

এদিন ভিডিয়োতে হালকা নীলচে সালোয়ারে ধরা পড়লেন ঈশান জননী নুসরত। খোলা চুল, লম্বা ঝোলা দুল, কাজল কালো চোখ আর কপালে ছোট্ট কালো টিপ সাথে নতুন মাম্মার গ্লো। পুজোয় এদিন একটু নস্টালজিক হয়ে পড়েছিলেন অভিনেত্রী। এদিন তাঁর কথায়ও শেয়ার করলেন নুসরত। নতুন জুতো পরে হেঁটে প্যান্ডেল হপিং আর পায়ে ফোসকা পরা- আজও তিনি ভুলতে পারেননি। এদিন দুর্গা পুজোর শুভেচ্ছা সকলকে ভাগ করে নিয়ে নুসরত সকলকে কোভিড বিধি মেনে পুজোর জোয়ারে গা ভাসানোর আবেদনও রাখেন।