Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Susmita Dey: কোন টেলিভিশন তারকাকে নিজের ক্রাশ বলে পরিচয় দিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত সুস্মিতা!

Updated :  Wednesday, November 3, 2021 2:23 AM

রাত ৮ঃ৩০ বাজতেই মিঠাই শেষ অপরাজিতা অপু সম্প্রচার শুরু হয়। আর এই ধারাবাহিকে মিষ্টি অপুকে তো সবাই ভালোবেসে ফেলেছে খুব তাড়াতাড়ি। অপু যেমন মিষ্টি তেমনি ডানপিটে স্বভাবের। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেমন ভয় পায়না তেমনই সংসারে কোনো বিপদ এলে গোয়েন্দা হতে বেশি সময় নেয়না। আবার শ্বাশুড়ির সাথে যতই কথা কাটাকাটি হোক অসুস্থ হলে রাত জেগে শ্বাশুড়ি মায়ের যত্ন নিতে জানে মিসেস অপু। আবার জামাইবাবুকে শায়েস্তা ও করে এই অপু। প্রথম থেকে এই ধারাবাহিক টিআরপিতে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে।

সকলের প্রিয় অপুর ভালো নাম সুস্মিতা দে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম হার্টথ্রব নায়িকার মধ্যে অন্যতম হলেন সুস্মিতা। প্রথম ধারাবাহিক দিয়ে সকলের মন জয় করে নিয়েছে। সম্প্রতি দীপুর হাত ধরে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন। আর সেখানে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর হাতে চুমু খাচ্ছে। আর এই ছবি পোস্ট করায় বিতর্ক তৈরি হয়েছিল। আসলে সুস্মিতা দাদাকে জানিয়েছিলেন, তিনি তাঁর কতো বড় ভক্ত। এরপরই প্রিয় দাদার হাতে চুম্বন করতে দেখা যায়। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অবশ্য পরে সেই ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে দেন সুস্মিতা। 

তবে মঙ্গলবার ফের ফ্যানেদের নজর কাড়লেন অপুর নয়া ইনস্টাগ্রাম পোস্ট। এবারে নিজের মনের মানুষের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। জানালেন কাকে দেখলে তাঁর মন বারবার ধুকপুকানি বেড়ে যায়নি। কে সুন্দরী সুস্মিতার ক্রাশ? ইনি আর কেউ নন সকলের প্রিয় কৃষ্ণ ওরফে অভিনেতা সুমেধ মুদগালকার। স্টার ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘রাধাকৃষ্ণ’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই মরাঠি অভিনেতা।

বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় এই ধারানাহিক। ডান্স রিয়ালিটি শো-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠে এসে অভিনয়তেও ছক্কা হাঁকান। আর হ্যান্ডস তারকার অনুরাগীর সংখ্যা ভূ-ভারতে কম নেই! শ্রীকৃষ্ণের চরিত্রে যে দক্ষতার সঙ্গে নিজের অভিনয় ফুটিয়ে তুলেছেন সুমেধ আর তাতে আট থেকে আশি- সকলেই তাঁর বিগ ফ্যান। মঙ্গলবার ছিল সুমেধের জন্মদিন, আর বিশেষ দিনে সুস্মিতা জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর সুস্মিতার অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অনেকে সুমেধকে নিজেদের ক্রাশ বলেছেন।