Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সর্বাঙ্গে বাদামের মালা পরে অর্ধনগ্ন অবস্থায় কাঁচা বাদাম গানে স‍্যান্ডি সাহার নাচ, নিমেষে ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায়…

Avatar

By

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা সাধারণ মানুষকে সর্বদা বিনোদন দিচ্ছে। এই ইউটিউবার সারা ভারতবাসীর কাছে এক জনপ্রিয় নাম। এমনকি স্যান্ডিকে চেনেন না এমন মানুষও খুবই কম আছেন।

লাইভে এসে কখনো মুখে ‘কাদা কাদা’ প্যাক মাখাই বলুন বা সেলিব্রেটিকে কাল সর্প চুমু। আবার নেতা মন্ত্রী বা কোনো স্টারের অন্যায় কিছু দেখলে তাঁকে রোস্ট করতেও ভোলেননা। বেশিরভাগ সময়ে নেগেটিভ পাবলিসিটি দিয়েই তিনি বারবার লাইমলাইটের আলোয় এসেছেন স্যান্ডি। আবার কখনোও দুষ্টু মিষ্টি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন। তাঁর কথা বলার ধরণ দেখলে রীতিমতো হেসে লুটোপুটি খায় আমজনতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেটা ট্রেন্ডিংয়ে থাকে আর তাই স‍্যান্ডি সাহা নিজের চ্যানেলে নতুন কন্টেন্ট বানিয়ে থাকে। ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে ভিডিও বানিয়ে নিজেই চর্চায় উঠে আসেন বারবার এই জনপ্রিয় ইউটিউবার। এবার তাঁর নজর পড়েছে নতুন ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’ এর উপরে! অবাক লাগলেও এটাই সত্যি। এই মুহূর্তে সোশ‍্যাল মিডিয়ায় সবথেকে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘কাঁচা বাদাম’।

দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ‍্যকরের দৌলতে এই গান এখন ছড়িয়ে গিয়েছে দেশের আনাচে কানাচে। আপাতত দৃষ্টিতে সাধারন বাদাম নিয়ে একটি গান যে এত ভাইরাল হতে পারে তা ধারনার বাইরে ছিল। কাঁচা বাদামের সুরে পাগল এখন গোটা নেটবাসী। আর তা নিয়ে বানানো হচ্ছে দেদারে রিল ভিডিও। এই বাদাম নিয়ে রিমিক্সও হচ্ছে।

ইউটিউবার স‍্যান্ডিও বা কেন বাদ যাবেন। তবে এই গানে তিনি নাচ, গান কিছুই করেননি। নিজের মতো করেই মজার কনটেন্ট বানিয়েছেন স‍্যান্ডি। বাদাম দিয়ে একটি পোশাক বানিয়েছেন তিনি। নাকে গুঁজেছেন দুটি বাদাম। খানিক গলায় মালা বানিয়ে পড়েছেন।বা দাম দিয়েই তৈরি করা হয়েছে তাঁর কোমড় বন্ধনি, এরপর স্যান্ডির নাচ। সাথে জুড়ে দিয়েছেন ভাইরাল গানের লাইন, ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’। আর এই কন্টেন্ট শেয়ার হতেই অনুগামীরা বেশ ভালোই উপভোগ করছেন। নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

About Author