Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুম্বইয়ের রাস্তায় গরীব শিশুদের হাতে ৫০০ টাকা দিচ্ছিলেন নেহা ক্ককর, তারপরই ঘটলো বিপত্তি…রইলো ভিডিও

Updated :  Sunday, December 12, 2021 8:02 AM

নেহা কক্কর বলিউডে এখন জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। একের পর এক হিট হিন্দি মিউজিক অ্যালবামে গান গাইছেন। নেহা কক্করকে কেউ আবার বলে ওঠে রিমেক কুইন। নেহার গান মানেই এখন বলিউডের পুরোনো হিট গান রিমেক করা ৷ বিশেষ করে রিমেক সিঙ্গেলে বরাবরই শীর্ষে জায়গা করে নিয়েছেন এই মেয়ে। এছাড়া নিজের জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন গায়িকা। ইন্ড্রাস্টিতে গায়িকা হয়ে জনপ্রিয় হওয়ার পর একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

একদিন নেহা গানের জগতে প্রতিষ্ঠার জন্য বেশ কষ্ট করতে হয়েছিল। নেহার বাবা নেহা ও আরো দুই ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন। নিজের স্ট্রাগেলের সময় নেহাকে ভোজনগীতি ও গাইতে হয়েছে। এই শিল্পী নেটিজেনদের হাত ধরেই একদিন গানের সফরে এসেছিলেন। তাই তিনি আপকামিং গায়ক গায়িকাদের স্ট্রাগেল বুঝতে পারেন। নেহার মন সত্যি কুইনের মতো দয়ালু বললে কিছু কম নয়।

এই মানসিকতা থেকে সম্প্রতি গরীব অসহায় বাচ্চাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গায়িকা নেহা কক্কর। কিন্তু তার ফল হল বেশ ভয়ঙ্কর। মাত্র কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত লোকের চাপে ফেঁসে যান অভিনেত্রী। তাঁর ওপরে রীতিমতো চড়াও  হন অসহায় সাহায্যপ্রার্থীরা। কোনওমতে সেখান থেকে সরে আসেন। নেহার এমন অবস্থা ক্যামেরাবন্দি করে নেন তাঁরই এক অনুরাগী। সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িতে বসে নেহা জানালা দিয়ে শিশুদের হাতে ৫০০ টাকার একটি করে নোট তুলে দিলেন হাসি মুখে। কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই খবর সেই এলাকায় চাউর হতে বেশি সময় নেয়নি। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। গায়িকার থেকে ৫০০ টাকা পেতে শুরু হয় প্রবল হুড়োহুড়ি। গায়িকার গাড়ির সামনে উপচে পড়ে ভিড়। চিৎকার-ধাক্কাধাক্কিতে রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করে। গায়িকার ওপরে রীতিমতো চড়াও হয় বাচ্চারা। সেই সময় নেহা খানিকটা ঘাবড়েও যান। তারপরে কোনও মতে সারে যেতে সক্ষম হন। তবে গায়িকার ঘাবড়ানোর কারণ বুঝতে পারে অনুগামীরা। নিমেষে ভাইরাল হয় এই গানের ভিডিও পোস্ট।