বর্তমান প্রজন্মের কাছে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে পছন্দের, বাদ থাকছেন না বড়রাও। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ব্যয় করেন এই রিল ভিডিও বানাতে। ইনস্টারিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে।
Video
সম্প্রতি মোনা নামের এক মহিলা নিজের সোশ্যল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলিউডের ব্লকবাস্টার হিট কমেডি ছবি ‘হাউজফুল’এর জনপ্রিয় গান ‘পিপল অন দা ফ্লোর’এর মিউজিকের সাথে কোমর দুলিয়েছেন, যা উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তার পুরুষ অনুরাগীদের মধ্যে। এই রিল ভিডিওতে মোনাকে কমলা শাড়ি ও গাঢ় নীল রঙের ছোট হাতা ব্লাউজে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন মোনা। শাড়ির ভাঁজে তার পেটের একাধিক অংশ ছিল উন্মুক্ত। সম্প্রতি এই রিল ভিডিও তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। ভিউজ হয়েছে ১৩ হাজারেরও বেশি।
আজকের দিনে দাঁড়িয়ে আট থেকে আশি সকলের কাছেই সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তারা তাদের অবসরের বেশিরভাগ সময়টাই ব্যয় করেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। লকডাউনের পর থেকে এই প্রবণতা বেড়েছে আরও। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। এখন মানুষ নিজের প্রতইভাকে নিয়ে নিমেষের মধ্যেই বাড়িতে বসে একসাথে পৌঁছে যেতে পারেন হাজার হাজার মানুষের কাছে। নিজের প্রতিভাকে কোন বাধা ছাড়াই তুলে ধরতে পারেন সকলের সামনে। আর তার জন্য প্রশংসিত হন তারা। সম্প্রতি মোনার এই রিল ভিডিওটি ঝড়ের গতিতে তার ইনস্টাগ্রামের অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside