Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sudipta Chakrabarty: চুপিচুপি মনের মানুষের সাথে এনগেজমেন্ট সেরে ফেলল ইষ্টিকুটুম-র ‘বাহা’ সুদীপ্তা!

Updated :  Sunday, December 19, 2021 12:56 AM

২০২১ সালে টলিটাউন ও টেলিটাউনে একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। একের পর এক তারকা নিজের মনের মানুষের সাথে গাঁটছাড়া বেঁধেছেন। নভেম্বর মাস পড়তেই বিয়ের মরশুম বিনোদন । বলিউড ও পিছিয়ে নেই। সম্প্রতি রাজকুমার রাও -ক্যাটরিনা কাইফ আর অঙ্কিতা লোখাণ্ডে বিয়ে করলেন। এবার চুপিচুপি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এনগেজমেন্ট সেরে ফেললেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত সকলের মিষ্টি মেয়ে বাহা ওরফে সুদীপ্তা চক্রবর্তী। 

ভাবছেন তো বাহার মনের মানুষ কে? অভিনেত্রীর হবু স্বামীর নাম স্বর্ণশেখর জোয়ারদার, যিনি পেশায় একজন ইউটিউব ব্লগার! বেশ কিছু বছর ধরে স্বর্ণশেখরের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সুদীপ্তা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সাথে ছবিও শেয়ার করে থাকেন হামেশাই। এমনকি জুটি হিসেবে বিভিন্ন শোতে উপস্থিত থেকেছেন। সময় পেলে এই লাভ বার্ডস পাহাড়ে বেরিয়ে পড়েন।

Sudipta Chakrabarty: চুপিচুপি মনের মানুষের সাথে এনগেজমেন্ট সেরে ফেলল ইষ্টিকুটুম-র ‘বাহা’ সুদীপ্তা!

সম্প্রতি সুদীপ্তা নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ভিডিয়ো পোস্ট করে নিজের এনগেজমেন্ট হওয়ার খবর অনুগামীদের জানিয়ে দিলেন অভিনেত্রী। কমেন্ট বক্সে উঠে এল একের পর এক শুভেচ্ছার বন্যা। তারকা থেকে অনুরাগী সকলেই এই লাভ বার্ডসের নতুন জীবন যাতে আরও ভালো কাটে তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এনগেজমেন্ট কমলা সুন্দর একটি গাউনে সেজেছিলেন তিনি। ঘরের সাজেও রেখেছিল কমলার ছোঁয়া। একগাল হেসে ক্যামেরার সামনেই মনের মানুষকে আংটি পরে নেন! ভিডিয়ো শেয়ার করে সুদীপ্তা ক্যাপশনে লিখেছেন,  ‘আর উত্তর সবসময় হ্যাঁ! খুশির সাথে আবদ্ধ হলাম স্বর্ণশেখর জোয়ারদারের সাথে।’

Sudipta Chakrabarty: চুপিচুপি মনের মানুষের সাথে এনগেজমেন্ট সেরে ফেলল ইষ্টিকুটুম-র ‘বাহা’ সুদীপ্তা!

উল্লেখ্য,পরিচালক পার্থসারথি জোয়ারদারের ফিচার ফিল্ম মেমসাহেব এ প্রথম দেখা যায় সুদীপ্তাকে। এরপর জি বাংলার ‘ বইয়ে গেল ‘ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর স্টার জলসাতে রণিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে যাওয়ার পরই বাহার চরিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে টেলিভিশন পর্দায় তুলে ধরেছিলেন সুদীপ্তা। এছাড়াও ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, মহাপীঠ তারাপীঠ, রেশম ঝাঁপি-র মতো ধারাবহিকে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে কার্লাস বাংলাতে ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করছেন।