Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Airtel Girl: এয়ারটেল ৪’জি গার্লকে মনে আছে? দেখুন এখনকার ছবি

বিনোদন জগতের ক্ষেত্রে বিজ্ঞাপন একটা বিরাট ভূমিকা পালন করে। এই বিজ্ঞাপনের হাত ধরেই এমন কিছু মুখের সাথে আমাদের পরিচিতি ঘটে, যা ভীষণভাবে মনে থেকে যায় আমাদের। তার মধ্যে অন্যতম হলেন…

Avatar

বিনোদন জগতের ক্ষেত্রে বিজ্ঞাপন একটা বিরাট ভূমিকা পালন করে। এই বিজ্ঞাপনের হাত ধরেই এমন কিছু মুখের সাথে আমাদের পরিচিতি ঘটে, যা ভীষণভাবে মনে থেকে যায় আমাদের। তার মধ্যে অন্যতম হলেন এয়ারটেলের ৪’জি গার্ল। মনে আছে তাকে? চলুন তার সম্বন্ধেই কিছু জেনে নেওয়া যাক।

এয়ারটেলের সেই ৪’জি গার্লের নাম সাশা ছেত্রী। যিনি একটা সময়ে এয়ারটেল গার্ল নামেই পরিচিত হয়েছিলেন সকলের মাঝে। এয়ারটেলের কথা উঠলেই প্রথমেই যার কথা মাথায় আসতো তিনি হলেন সাশা। তবে শোনা যায়, প্রথমেই তিনি এয়ারটেলের হয়ে বিজ্ঞাপন দিতে রাজি ছিলেন না। কারণ তাকে তার লম্বা চুল কেটে ফেলতে বলা হয়েছিল এই বিজ্ঞাপনের জন্য। প্রথমে রাজি না থাকলেও, পরে তিনি রাজি হয়ে যান। বলাই বাহুল্য, এখনো বহু মানুষের কাছে তিনি এয়ারটেল গার্ল নামেই পরিচিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Airtel Girl: এয়ারটেল ৪'জি গার্লকে মনে আছে? দেখুন এখনকার ছবি

২০১৫ থেকে এয়ারটেলের ৪’জি গার্ল হিসেবেই পরিচিতি পেতে শুরু করেন সাশা ছেত্রী। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও যোগদান করেছেন। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সেভাবে সক্রিয় নন। তবে তার একাধিক ছবি পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াতেই। নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।

Airtel Girl: এয়ারটেল ৪'জি গার্লকে মনে আছে? দেখুন এখনকার ছবি

১৯৯৬’তে তার জন্ম। দেরাদুনের স্কুল থেকেই নিজের পড়াশোনা শেষ করেছেন সাশা ছেত্রী। তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন। এমনকি কপিরাইটের হিসেবেও একাধিক কাজ করেছেন তিনি। উল্লেখ্য, এয়ারটেলের পাশাপাশি ‘‌সানফিস্ট বিস্কুট’‌–এরও বিজ্ঞাপনেও দেখা গিয়েছে সাশাকে।

Airtel Girl: এয়ারটেল ৪'জি গার্লকে মনে আছে? দেখুন এখনকার ছবি

একটা সময় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন সাশা। এয়ারটেলের একাধিক বিজ্ঞাপনের মুখ হিসেবে চারিদিকে তার হোডিং ছেয়ে গিয়েছিল। গোটা দেশের মানুষের কাছে এয়ারটেল গার্ল হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। অনেকসময় বিজ্ঞাপনের হাত ধরে পরিচিত হওয়া বহু শিল্পীর আসল পরিচয় আমাদের জানা হয় না। তবে আজ আমরা সকলেই জানলাম আমাদের সকলের প্রিয় এয়ারটেল গার্লের আসল পরিচয়। রিল তার ছবি।

About Author