Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: বাইকের পিছনে বসে দীঘা ভ্রমণ করতে করতেই কাঁচা বাদাম গান গাইছেন ভুবন বাদ্যকর, ভাইরাল ভিডিও

বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বদ্যকরের নাম শোনেননি এরকম মানুষ বর্তমানে বাংলায় পাওয়া যায়না। এখন সোশাল মিডিয়ায় হোক কিংবা কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা, ভুবনের নাম উঠে আসবেই। তার সাথেই উঠে আসবে…

Avatar

বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বদ্যকরের নাম শোনেননি এরকম মানুষ বর্তমানে বাংলায় পাওয়া যায়না। এখন সোশাল মিডিয়ায় হোক কিংবা কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা, ভুবনের নাম উঠে আসবেই। তার সাথেই উঠে আসবে তার গানের কথা এবং সুর। তবে বাদাম বিক্রেতা ভুবন কিন্তু কখনোই এই ভাইরাল হওয়ায় জন্য গান বাঁধেনি। বরং তিনি নিজের ব্যবসাকে আরো ভালো করে গড়ে তোলার জন্য এই গান তৈরি করেছিলেন।

তবে তার গানের সুর এবং তার গানের কথার দৌলতে যে এত তাড়াতাড়ি তার গান জনপ্রিয় হবে, সেটা তিনি কল্পনাও করতে পারেননি। হঠাৎ সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা এই ভুবন বদ্যকর একজন কাচা বাদাম কাকু হিসেবে বেশি জনপ্রিয়। বর্তমানে তার জাদু সব জায়গায় ছড়িয়ে আছে। ইউটিউব এবং নানা জায়গায় তিনি নিজের গানের জন্য জনপ্রিয়তা পাচ্ছেন। তার সাথেই অনেকেই তার বাড়িতেও ভিড় জমাচ্ছেন তার কাছ থেকে গান শোনার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এবারে আমরা এই ভুবন বাবুকে দেখতে পেলাম তিনি দীঘা ঘুরতে গেছেন, তাও আবার তার সাথে আছেন একজন ইউটিউবার। দিঘাতে ক্যামেরায় ধরা পড়লেন এই ভুবন বাবু। সেখানে সমুদ্রের পাশে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে নিজে জনপ্রিয় গান কাঁচা বাদাম গাইলেন ভুবন বাবু। একজন ইউটিউবারের বাইকের পিছনে বসে তাকে দীঘা ভ্রমণ করতে দেখা গেলো। নীল পাঞ্জাবী প্যান্ট পরে তিনি মজলিস করে দীঘা ভ্রমণ করছেন।

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই ভিডিওটি অত্যন্ত ভাইরাল। এই ভিডিওতে আমরা দেখতে পেলাম, তিনি নিজের গলায় গাইছেন, “বাদাম বাদাম দাদা কাচা বাদাম”। তার সাথে সাথেই যে ইউটিউবে রয়েছেন তিনি এই গানটি গেয়েছেন। এছাড়াও দীঘার পর্যটকরা তাকে সামনে পেয়ে অত্যন্ত আপ্লুত। অর্ণব মিশ্রর অ্যাকাউন্ট থেকে এই ছবি এবং ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং শেয়ার করেছেন।

About Author