‘দিল গালতি কার ব্যঠা হে’, জুবিন নটিয়ালের হিন্দি গানে অসম্ভব সুন্দর ভঙ্গিমায় নেচে ভাইরাল সুন্দরী যুবতী

লকডাউনের বাজারে গৃহবন্দী অবস্থায় প্রত্যেক মানুষের কাছে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আসলে যতই প্রযুক্তির উন্নতি ঘটছে ততই ব্যবহার কমছে রেডিও, টিভি এবং সংবাদপত্রের। আজকাল ইন্টারনেট পরিষেবার…

Avatar

লকডাউনের বাজারে গৃহবন্দী অবস্থায় প্রত্যেক মানুষের কাছে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আসলে যতই প্রযুক্তির উন্নতি ঘটছে ততই ব্যবহার কমছে রেডিও, টিভি এবং সংবাদপত্রের। আজকাল ইন্টারনেট পরিষেবার দৌলতে মোবাইল ফোনে এক ক্লিক করলেই সোশ্যাল মিডিয়ার বিস্তীর্ণ বিনোদন দুনিয়া উপভোগ করা যায়। গোটা বিশ্বজুড়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ। কমবেশি প্রত্যেকের কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে।

আজকালকার দিনে নতুন ট্রেন্ড রিল ভিডিও বানানো। এর সূত্রপাত টিকটক থেকে হলেও বর্তমানে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক এবং ইনস্টাগ্রামেও এই ফিচার চলে এসেছে। এতে কোনো একটি গানের ভিত্তিতে ৩০ সেকেন্ড কি ১ মিনিটের ভিডিও বানানো যায়। অনেকেই এখনকার দিনে নিজেদের লুকানো প্রতিভাকে তুলে ধরতে এই রিল ভিডিও বানিয়ে থাকে। যদি সেই সমস্ত ভিডিও মনোমুগ্ধকর হয় তাহলে তা ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না। আসলে কর্মব্যস্ত জীবনে সারাদিন ক্লান্তির পর রিফ্রেশমেন্টের জন্য প্রত্যেক নেটিজেনের পছন্দ এই সমস্ত শর্ট ভিডিও।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক কমবয়সী সুন্দরী যুবতী রাস্তার মাঝেই একটি হিন্দি গানের তালে অসম্ভব সুন্দর এক্সপ্রেশন দেখিয়ে নাচ করছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল জুবিন নটিয়ালের “দিল গালতি কার ব্যঠা হে”। গানের লিরিক্স এর তালে তালে ওই যুবতী অসম্ভব সুন্দর মুখের এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ভিডিওটি ওই যুবতী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলে তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় তার নাম, অ্যাঞ্জেল স্নেহা। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। সিংহভাগ নেটিজেন কমেন্ট করে ওই কমবয়সী সুন্দরী যুবতীর সৌন্দর্যের এবং সেইসাথে তাঁর মুখের এক্সপ্রেশনের প্রশংসা করেছেন। ইতিমধ্যেই ভিডিওটি অগুনতি মানুষ দেখেছেন ও হাজারের কাছাকাছি মানুষ লাইক করেছেন।

About Author