Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দক্ষিনী তারকা বিজয় দেবারাকোন্ডা

Updated :  Wednesday, February 23, 2022 9:11 AM

গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রেম, ভালোবাসা ও সম্পর্কের গুঞ্জন সর্বদাই চলতে থাকে। এইসব খবর প্রকাশ্যে আসলেই মুহূর্তের মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত সোমবার থেকে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা ও ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানা। সাউথ ইন্ডিয়ান সিনেমা তথা গোটা ভারতে রশ্মিকা তার কিউট এক্সপ্রেশন ও সুন্দর হাসির জন্য জনপ্রিয়। এমনকি গোটা দেশের যুবকদের কাছে এই অভিনেত্রী ক্রাশ। তাঁর হাসি, প্রাণোচ্ছল ভঙ্গি, মিষ্টি হাসি, মারকাটারি ফিগার রাতের ঘুম কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ যুবকের।

সম্প্রতি কিছুদিন আগেই তিনি প্রধানত সাইথ ইন্ডিয়ান সিনেমা গীতা গোবিন্দ থেকে জনপ্রিয়তা পেয়েছেন। তারপর একের পর এক হিট সিনেমা আছে তার নামের পাশে। তার রোমান্টিক ছবি ডিয়ার কমরেড বিশাল হিট করেছিল যাতে অপরদিকে ছিলেন বিজয় দেবারাকোন্ডা। সম্প্রতি গুঞ্জন ওঠে বিজয় দেবারাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে। গত সোমবার সকাল থেকেই এমন গুঞ্জন শুরু হয়। অনেকেই দাবি করেন এই জুটি সাতপাকে ঘোরার জন্য প্রস্তুত। তবে এই গুঞ্জনের উৎস কোথায়, তা জানা যায়নি।

তবে এই প্রসঙ্গ নিয়ে হইচই পড়ে যেতেই এই প্রসঙ্গে টুইট করলেন বিজয়। টুইট করে তিনি লিখেছেন, “আবারও ভুল কথাবার্তা।” তবে অভিনেতা স্পষ্ট করে বলেননি যে তিনি কোন কথাকে “ভুল” বলছেন। তবে টুইট দেখে মনে করা হচ্ছে, বিতর্ক এড়িয়ে চলে ইঙ্গিতের মাধ্যমেই অভিনেতা বুঝিয়ে দিতে চান বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যে ছিল। বিয়ে হবে না এই মিষ্টি জুটির।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিনী সিনেমা “ডিয়ার কমরেড” ও “গীতা গোবিন্দম” এ এই জুটিকে একসাথে প্রেমের জোয়ারে ভাসতে দেখা গিয়েছে। রিল লাইফ ছাড়াও নায়ক নায়িকা মাঝেমাঝেই জিমে যাওয়া থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটাতেন। তবে এই নিয়ে প্রশ্ন উঠলে আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। তবে এবার বিজয়ের টুইটের মাধ্যমে হয়তো তিনি বুঝিয়ে দিলেন এতদিনের বিতর্ক গুঞ্জন ছিল মাত্র।