Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘কাঁচা বাদাম’ গানে মেলার মধ্যে উদ্দাম নাচ এক যুবতীর, রইল ভিডিও

Updated :  Thursday, February 24, 2022 5:35 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বর্তমানের তরুণ প্রজন্ম পৌঁছে যাচ্ছেন বহু মানুষের কাছে। তাদের প্রতিভা তাদের পরিচয় তৈরি করছে নেটিজেনদের একাংশের মাঝে। সম্প্রতি তেমনই তরুণ প্রজন্মের এক যুবতী বর্তমানের ট্রেন্ডিং গান কাঁচা বাদামের সাথে বানালেন ইনস্টারিল, যা এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মাঝে ভাইরাল।

ইনস্টারিল বানানোটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নবীন থেকে প্রবীণ সকলেই আগ্রহী হয়ে উঠছেন এই ইনস্টারিলের প্রতি। নিজেদের অবসর কাটানোর জন্য তারা বেছে নিচ্ছেন এটিকে। আবার অনেকসময় বিভিন্ন জনপ্রিয় অথবা ট্রেন্ডিং গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও, যা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদি ঠিকঠাক ভাবে রিল ভিডিও বানানো যায় তাহলে সোশ্যাল মিডিয়াই ঐ নির্দিষ্ট নেটিজেনকে একাধিক মানুষের মাঝে স্টার বানিয়ে দেবে। উল্লেখ্য, এটা বর্তমান প্রজন্মের কাছে টাকা উপার্জন করার একটা অন্যতম মাধ্যম।

আজকের যুগে দাঁড়িয়ে দুটো অতিরিক্ত লাইক কিংবা ফলোয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তরুণ প্রজন্মের কাছে। সম্প্রতি তেমনই এক তরুণী মেলায় ঘুরতে গিয়ে বাদামের দোকানের সামনে দাঁড়িয়ে ‘কাঁচা বাদাম’ গানের সাথে সিগনেচার স্টেপে নেচে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে যার ভিউজ ৪ মিলিয়ন ছড়িয়েছে। সাদা শাড়ি ও মানানসই লাল ব্লাউজে সেজেছিলেন তিনি। খোঁপায় ছিল ফুলের মালা। মানানসই গহনায় সেজেছিলেন তিনি। সম্প্রতি তার বানানো এই ভিডিও পছন্দ হয়েছে অনেকেরই। রইল সেই ভিডিও।

গতবছর থেকে বীরভূমের ভুবনবাবুর বানানো এই ‘কাঁচা বাদাম’ গান রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটদুনিয়ার মাধ্যমে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে এই গান। দেশ থেকে বিদেশ সমস্ত জায়গার মানুষরাই এই গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও, বাকি থাকছেন না কেউই। সম্প্রতি আবারও এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হলেন এই যুবতী।