Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্পেশাল পদ্ধতিতে খুব সহজেই গালে ডিম্পেল বানাচ্ছেন এক যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

Updated :  Saturday, March 5, 2022 7:12 PM

বর্তমান যুগে আট থেকে আশি সবার ফেভারিট বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্বজুড়ে জনপ্রিয় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। অনেকেই এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট এতটাই ভালবাসে যে প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ধরনের ছবি বা রিল ভিডিও পোস্ট করে থাকেন। কারুর ট্যালেন্ট এবং সৌন্দর্য দুই থাকলেই, সে সোশ্যাল মিডিয়ার সুপারস্টার। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না এমন কোনো ভিডিও হয়তো নেই। বিনোদন থেকে শুরু করে ইনফরমেশন বা বিউটি টিপস সবই পাওয়া যায় এই সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে হয়তো আপনারও সৌন্দর্য বৃদ্ধি হতে পারে।

সাধারনত মানুষের ডিম্পেল থাকলে তাকে বেশি সুন্দর দেখতে লাগে বলে মনে করা হয়। অনেকেই গালের এই ডিম্পেলকে বিউটি স্পট বলে থাকে। মনে করা হয় হাসার সময় এই বিউটি স্পট সামনের মানুষকে আকর্ষিত করে। শাহরুখ খান থেকে শুরু করে প্রীতি জিন্তা এবং অনেক সুন্দরী বলিউড তারকাদের এই ডিম্পেল আছে। তবে মুখের গড়ন জন্মগত হওয়ায় কেউ আগে থাকতে নির্ধারন করতে পারে না তার ডিম্পেল থাকবে নাকি। যাদের নেই তারা হয়তো মনে করেন, ডিম্পেল থাকলে তাকে অনেক সুন্দরী দেখতে হত। তবে আপনাকে যদি বলি আপনি চাইলেই খুব সহজে নিজের গালে ডিম্পেল বানাতে পারবেন। কি, শুনে বিশ্বাস হলো না তো! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে নিজের গালে ডিম্পল বানানোর ভিডিও পোস্ট করেছে এবং বলাবাহুল্য তা চোখের নিমেষে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই মেয়েটি একটি পার্মানেন্ট মার্কার দিয়ে নিজের গালে ডিম্পেল বানাচ্ছেন। শুনে অবাক লাগলেও, এটাই সত্যি। ভিডিও প্রথমে দেখা গিয়েছে ওই মেয়েটি একটি কালো কালির পার্মানেন্ট মার্কার নিয়ে নিজের গালে ছোট্ট একটি দাগ কেটেছেন। তারপর সঙ্গে সঙ্গেই আঙুল দিয়ে ঘষে মার্কারের দাগটিকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আঙ্গুল দিয়ে গালে ঘষার পর রীতিমতো উবে যায় মার্কারের কালি এবং হাসির সাথে চমকে ওঠে ওই মেয়েটির গালের ডিম্পেল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ১৯ লাখের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখেছেন এবং ইতিমধ্যেই ভিডিওতে ১ লাখের বেশি মানুষ লাইক করেছেন। পাশাপাশি প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন। অনেকে মন্তব্য করে জানিয়েছেন যে ওই মেয়েটির আগে থাকতেই ডিম্পেল ছিল। মার্কার দিয়ে বানানো ভিডিওটি সম্পূর্ণ নকল। তবে আবার অনেকে মেয়েটির ক্রিয়েটিভিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনি যদি এখনও অব্দি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন এবং বাড়িতেই একবার ট্রাই করে দেখুন আপনার গালেও ডিম্পেল ফুটে ওঠে নাকি।

 

View this post on Instagram

 

A post shared by ADULTGRAM 😉 (@_adultgram_)