সুরজিৎ দাস: স্টিভ স্মিথ এই নামটাই এখন ত্রাস ইংল্যান্ড দলের কাছে নির্বাসন কাটিয়ে দেশেরর জার্সিতে ফিরে থেকেই নিজের জাত চেনাচ্ছেন স্মিথ সমালোচনার জবাব দিচ্ছেন চওড়া ব্যাটের ভাষায়। কিন্তু এদিন ওল্ড ট্রাফোর্ডে স্মিথের ইনিংস বর্ণনা করতে আসলে নতুন কোনো বিশেষণই খুঁজে পাওয়া দুষ্কর। প্রথম দুই টেস্টে ৩ ইনিংসে করেন ৩৭৮ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি হাফ সেঞ্চুরি। লর্ডসে জোফরা আর্চারের বলে আহত হওয়ায় তৃতীয় টেস্টটা খেলতে পারেননি। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে ফিরেই ছাপিয়ে গেলেন আগের সব ইনিংসকে। তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। স্মিথের ব্যাটে ভর করে বৃহস্পতিবার দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। স্মিথ ইংলিশ বোলারদের অষ্টম শিকার হয়ে ফেরেন। তার আগে ৩১৯ বলে ২৪ চার ও ২ ছক্কায় করেন ২১১ রান। টেস্টে স্মিথের এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি।
যার সব কটি ইংল্যান্ডের বিপক্ষে আর এবারের অ্যাশেজে তিন টেস্টে এখন পর্যন্ত (ওল্ড ট্রাফোর্ডে আরো এক ইনিংস বাকি) ৪ ইনিংসে তার রান দাঁড়াল ৪৭৯। একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি গড় ১৫৯.৬৬। আগের দিন বৃষ্টির দাপটের মাঝে স্মিথ ছিলেন উজ্জ্বল তার ব্যাটেই ভর করে অ্যাসেজ জয়ের স্বপ্ন এ বিভোর টিম অস্ট্রেলিয়া। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রমেই হটকেক হচ্ছে স্মিথের এই ইনিংস কেউ কেউ তো বলছেন স্মিথ কে আউট করতে গেলে ভিনগ্রহের বোলার নিয়ে আসতে হবে।