Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘পুষ্পার’ পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন রশ্মিকা, হট অবতারে ফটোশুট করে নজর কাড়লেন ‘শ্রীভল্লি’

Updated :  Sunday, March 13, 2022 7:20 PM

পুষ্পা, দ্য রাইজিং স্টার’ সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। এমনকি এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছিল। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ বেশ কিছুদিন ধরে সুপার ট্রেন্ডিং হয়ে আছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দেখার মতো। দক্ষিণী সুপারস্টার থেকে রশ্মিকা মান্দানা হয়ে উঠেছেন ভারতীয় অভিনেত্রী। পুষ্পার সাফল্যের পর রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন রশ্মিকা।

রশ্মিকা বর্তমানে চেনেন না, এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। জানিয়ে রাখা ভাল, কর্ণাটকের অভিনেত্রী তথা সাউথ ইন্ডিয়ান সিনেমার মোস্ট কিউট অভিনেত্রী তিনি। সাউথ ইন্ডিয়ান সিনেমায় রশ্মিকা তাঁর কিউট এক্সপ্রেশন ও সুন্দর হাসির জন্য এমনিতেই বেশ জনপ্রিয় ছিলেন। এমনকি গোটা দেশের যুবকদের কাছে এই অভিনেত্রী ক্রাশ। তাঁর হাসি, প্রাণোচ্ছল ভঙ্গি, মারকাটারি ফিগার রাতের ঘুম কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ যুবকের। তিনি প্রধানত সাইথ ইন্ডিয়ান সিনেমা গীতা গোবিন্দ থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন। তারপর পুষ্পার সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে।

সম্প্রতি এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ফটোশুটের ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা গিয়েছে রশ্মিকা একটি সবুজ রঙের চকচকে ব্রালেট পরেছেন ও সাথে ম্যাচিং স্ক্যার্ট। অভিনেত্রীকে যে এই পোশাকে অসম্ভব হট লাগছিল তা আলাদাভাবে বলার দরকার পড়ে না। এছাড়া অন্য একটি ছবিতে দেখা গেছে রশ্মিকা মান্দানা একটি শর্ট ড্রেস পরে ফটোশুট করেছেন যার মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসছে তাঁর যৌবন। এই দুটি ছবি তিনি কোনো ম্যাগাজিনের জন্য তুলেছেন বলে জানা গেছে।

বলা বাহুল্য, অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ওই দুটি ফটোশুটের ছবি পোস্ট করতেই, তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। মাত্র কিছুক্ষণের মধ্যে ওই ইনস্টাগ্রাম পোস্টে ১৩ লাখের বেশি লাইক এসেছে। এছাড়া অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর সৌন্দর্যের তারিফ করেছেন। কেউ বলেছেন, “আপনি তো আগুন”, তো আবার কেউ বলেছেন, “রূপের আগুনে ঝলসে দিলেন তো!” সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন সুপার ভাইরাল রশ্মিকা মান্দানার নতুন ইনস্টাগ্রাম পোস্ট।