Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যকলেস ড্রেস পরে ট্যাটু প্রদর্শন করলেন রাখি সাওয়ান্ত, ভক্তদের ভিড় কমেন্ট বক্সে

Updated :  Wednesday, March 16, 2022 6:46 PM

ভারতের সবথেকে জনপ্রিয় কয়েকজন তারকার মধ্যে অন্যতম হলেন রাখি সাওয়ান্ত। তিনি তার নাচের মাধ্যমে সকলকে একেবারে মাতিয়ে রেখেছেন এতদিন। সোশাল মিডিয়াতেও তার একটা বেশ ভালোমত পরিচিতি আছে। অনেকেই তার প্রতিভার প্রশংসা করে থাকেন। তবে মাঝে মধ্যে তাকে দেখা যায় অদ্ভুত রকমের কিছু পোশাক পরে ছবি দিতে। সেই সময় তাকে নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভক্তদের সংখ্যা নেহাত কম নয় এবং তিনি এই বিষয়টাকে বেশ ইনজয় করে থাকেন।

সম্প্রতি এই অভিনেত্রী নিজের সোশাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে তার বিন্দাস ভঙ্গিমায়। এই ভিডিওতে তিনি একটি চিতা বাঘের ছাপের পোশাক পরেছেন। তার পিঠের দিকটা দিয়ে এই পোশাকটা খোলা। সেখানে একটা ট্যাটু আঁকা আছে যেটা তার এই বিশেষ লুককে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই বিশেষ পোশাকে তাকে লাগছে একেবারে অন্যরকম।

তবে এই পোস্ট আসতে না আসতেই সকলে এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মাত্র কয়েক ঘণ্টা হয়েছে এবং রাখির এই ভিডিওতে ১৮ হাজারের থেকেও বেশি লাইক হয়ে গেছে। রাখী সাওয়ান্তের এই ভিডিও অনেকেই বেশ পছন্দ করেছেন। অনেকে আবার এই ভিডিওর সঙ্গে কটাক্ষপূর্ণ মন্তব্য করলেও তিনি এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ।

অনেকে আবার তার ভিডিওর নিচে কমেন্ট করেছেন। একজন কমেন্টে লিখেছেন, তিনি নাকি রাখির এই নতুন কুল লুক দেখে একেবারে চমকে গেছেন। আবার আরেকজন ভক্ত তার এই লুকের সঙ্গে ঊর্ফি জাভেদের তুলনা টেনে জিজ্ঞাসা করেছেন, রাখি এই পোশাকটা তার কাছ থেকে ধার নিয়েছেন কিনা। এরকমই কিছু মজার কমেন্টে ভরে উঠেছে এই পোস্টের কমেন্টে বক্স। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।